চট্টগ্রাম

নোয়াখালীতে ডাক্তারের ভূল চিকিৎসার প্রতিবাদে মানবন্ধন

  প্রতিনিধি ১০ সেপ্টেম্বর ২০২০ , ৭:২৭:২২ প্রিন্ট সংস্করণ

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেসরকারি গুডহিল কমপ্লেক্স হাসপাতাল ভুল চিকিৎসা এবং প্রাইম হাসপাতালে ভুল রিপোর্টের কারনে শিশুর জীবন হুমকীর মূখে পড়ার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে নোয়াখালী প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে শিশুর স্বজন ও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন। ভুক্তভোগী শিশুর পিতা রিয়াজ উদ্দিন মিনার প্রতিবাদ সমাবেশে অভিযোগ করে বলেন, পেটের ব্যাথা নিয়ে তার চার বছরের শিশু মেহবাকে ডাক্তার দেখাতে গুডহিল হাসপাতলে নিয়ে যান। তারা পরীক্ষা-নিরীক্ষা করার পর পেটে অপারেশন করার সিদ্ধান্ত নেন। ৩০ জুলাই তারা অপারেশন করে পেটের ৯ ইঞ্চি কেটে ফেলে এবং অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকায় পাঠিয়ে দেয়। এ ঘটনায় জড়িত থাকায় ডাক্তার ইয়াকুব আলী মুন্সী, ডাক্তার সাইফুদ্দিন, ডাক্তার মুশফিকুর রহমান, ডাক্তার মাহবুবুর রহমানের শাস্তি দাবী করেন। ডাক্তারদের এমন ভূল চিকিৎসার বিচারের জন্য তিনি সরকারের নিকট জোর দাবি জানান। এ সময় মানববন্ধনে শিশুটির স্বজন ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার প্রায় শতাধিক মানুষ ব্যানার ও ফেস্টুন নিয়ে প্রতিবাদ জানায়। এঘটনায়, অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান মেহবার পিতা রিয়াজ উদ্দিন।

আরও খবর

Sponsered content

Powered by