রাজশাহী

পত্নীতলায় করোনা টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু

  প্রতিনিধি ৮ এপ্রিল ২০২১ , ১০:৫০:০৬ প্রিন্ট সংস্করণ

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি :

 

পত্নীতলায় কোভিড-১৯ (করোনা) ভাইরাসের ভ্যাকসিনের (টিকা) দ্বিতীয় ডোজ দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন সরকার ও উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. খালিদ সাইফুল্লাহ টিকা গ্রহনের মাধ্যমে কোভিড-১৯ ভ্যাকসিনের (টিকা) দ্বিতীয় ডোজ দেওয়ার কার্যক্রমের উদ্বোধন করেন।

 

এসময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানজিদা সুলতানা, উপজেলা প্রোকৌশলী সৈকত দাস, উপজেলা কৃষি অফিসার প্রকাশ চন্দ্র সরকার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল খালেক চৌধুরী, উপজেলা ম্যাধমিক শিক্ষা অফিসার মোশাহাক আলী, উপজেলা নির্বাচন অফিসার জাহিদুর প্রমুখকে ২য় ডোজের টিকা প্রদান করা হয়।

আরও খবর

Sponsered content

Powered by