খুলনা

পাইকগাছায় জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠার দাবীতে মানববন্ধন

  প্রতিনিধি ১২ ডিসেম্বর ২০২৩ , ৫:২৪:৫০ প্রিন্ট সংস্করণ

পাইকগাছায় জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠার দাবীতে মানববন্ধন

খুলনার পাইকগাছায় জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। “কার্বন নির্গমন কমিয়ে আনো, পৃথিবীকে রক্ষা করো, মানবাধিকার নিশ্চিত করো” প্রতিপাদ্য বিষয়ের উপর বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাওসেড সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। অ্যাওসেড এর কমিউনিটি ডেভলপমেন্ট অফিসার মিলন মিয়ার সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন, প্রাক্তন উপাধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার , প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, যুগ্ম-সম্পাদক এন ইসলাম সাগর, সাবেক সম্পাদক এসএম আলাউদ্দিন সোহাগ, সাংবাদিক ইমদাদুল হক ও অঞ্জনা বিশ্বাস।

মানববন্ধন কর্মসূচিতে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে ঝুঁকিতে থাকা উপক‚লীয় এলাকার অসংখ্য নারী পুরুষ অংশগ্রহণ করেন।

আরও খবর

Sponsered content

Powered by