সারাদেশ

পাইকগাছায় নবাগত ইউএনও’র সাথে পিসি রায় স্মৃতি সংসদের মতবিনিময়

  প্রতিনিধি ২৪ আগস্ট ২০২৩ , ৭:২২:১৭ প্রিন্ট সংস্করণ

পাইকগাছায় নবাগত ইউএনও’র সাথে পিসি রায় স্মৃতি সংসদের মতবিনিময়

পাইকগাছা নবাগত উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন এর সাথে মতবিনিময় করেছেন স্যার পিসি রায় স্মৃতি সংসদ এর নেতৃবৃন্দ।

আজ বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মতবিনিময়ের শুরুতেই নবাগত ইউএনও মুহাম্মদ আল আমিন কে ফুলেল শুভেচ্ছা জানান, স্যার পিসি রায় স্মৃতি সংসদের সভাপতি ও শিশু বিশেষজ্ঞ ডাঃ মুহাম্মদ কওসার আলী গাজী ও রাড়ুলী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ সহ অন্যান্য সদস্য বৃন্দ।

উপজেলা নির্বাহী এ কর্মকর্তার নিকট এ সময়ে স্মৃতি সংসদের পক্ষ থেকে নেতৃবৃন্দ অত্র এলাকার নির্মাণাধীন কৃষি কলেজকে বিজ্ঞানী স্যার আচার্য প্রফুল্ল চন্দ্র রায় এর নামে একটি পূর্ণাঙ্গ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন, বিজ্ঞানীর বসতবাড়ী সংরক্ষণ, অতিথি ভবন নির্মাণ, সংগ্রহশালা ও জাদুঘর প্রতিষ্ঠা এবং পর্যটনকেন্দ্র স্থাপন, বিজ্ঞানী পিসি রায়ের জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তকরণ ও ১৮৫০ সালে বিজ্ঞানীর মা ভূবন মোহিনী’র নামে স্থাপিত দেশের প্রথম বালিকা বিদ্যালয় এবং বাবার নামে প্রতিষ্ঠিত রাড়ুলী আরকেবিকে হরিশ্চন্দ্র কলেজিয়েট ইনস্টিটিউশনকে জাতীয়করণ সহ বিভিন্ন দাবী তুলে ধরেন।

এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন ইউএনও মুহাম্মদ আল আমিন।

আরও খবর

Sponsered content

Powered by