খুলনা

পাইকগাছায় নৈরনদীর কাঠের সাঁকো ভেঙ্গে পড়ায় চরম ভোগান্তিতে এলাকাবাসী

  প্রতিনিধি ২৪ মে ২০২৩ , ৮:২৪:৪৪ প্রিন্ট সংস্করণ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :

খুলনার পাইকগাছার নৈরনদীর উপর বাঁশ-কাঠের সাঁকোটি ভেঙ্গে পড়ায়  নদীর দু-পাড়ের ৪ গ্রামের মানুষ  পড়েছে চরম ভোগান্তিতে। 

উপজেলার চাঁদখালী ইউনিয়নের উত্তর গড়ের আবাদ বায়তুন নুর জামে মসজিদের নিকটে সাঁকোটি নির্মিত হয়।সাবেক ইউপি মেম্বর আক্কাস আলী  কয়েকবছর আগে এটা নির্মাণ করেন। যা দিয়ে স্থানীয় ৪ গ্রামের লোক ছাড়াও বিভিন্ন এলাকার লোকেরা চলাচল করে।নদীর উত্তর পাশে একমাত্র বাদুড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় অবস্থিত। এর আগে দীর্ঘ কাঁচা রাস্তা হেঁটে স্কুলগামী ছেলে-মেয়েরা যাতায়াত করতো। কাঠের সাঁকোটি হওয়ার পর তারা অতি সহজে অল্প সময়ে বিদ্যালয়ে যাতায়ত করছে। প্রতিদিন শ’শ লোক সাঁকো পার হয়ে সহজে যাতায়ত করছে। সাঁকোটি নির্মিত হওয়ার পর থেকে বাদুড়িয়া,উত্তর গড়েরআবাদ,দক্ষিণ গড়ের আবাদ,পুর্ব গজালিয়ার লোকেরা ছাড়া বিভিন্ন এলাকার লোকেরা এটা দিয়ে সহজে যাতায়ত করছে। কিন্তু সম্প্রতি আগে সাঁকোটি ভেঙ্গে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছে এলাকাবাসী।এব্যাপারে ইউপি চেয়ারম্যান শাহজাদা মোঃ আবু ইলিয়াস জানান,দ্রুত মেরামত করা হবে। এছাড়া স্থায়ীভাবে একটা ব্রীজ নির্মাণ করার ব্যাপারে প্রকল্প দেয়া হবে।

আরও খবর

Sponsered content

Powered by