রংপুর

পার্বতীপুরে নতুন আরও ৩১০৫ জন ভাতাভোগি তালিকায় অন্তর্ভুক্ত

  প্রতিনিধি ২৫ জুন ২০২০ , ৮:৪১:০৫ প্রিন্ট সংস্করণ

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় দিনাজপুরের পার্বতীপুরে নতুন করে তালিকাভুক্ত আরও ৩১০৫ জন বয়স্ক, বিধবা, স্বামী নিগৃহীতা মহিলা ও অসচ্ছল প্রতিবন্ধী ভাতা সুবিধার আওতায় এলো। এ নিয়ে উপজেলায় পুরাতন ১৬ হাজার ৬২৩ জন ও নতুন ৩ হাজার ১০৫ সহ মোট ভাতাভোগী ব্যক্তির সংখ্যা দাঁড়ালো ১৯ হাজার ৭২৮ জন। বৃহস্পতিবার দুপুরে ভবানীপুর সোনালী ব্যাংক শাখা অফিসে ২০১৯-২০২০ অর্থবছরে তালিকাভুক্ত ভাতাভোগীদের মাঝে ভাতা বিতরণ কার্যক্রমের উদ্ধোধন করেন পার্বতীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ মো. হাফিজুল ইসলাম প্রামানিক। এসময় উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান আমিরুল মোমিনীন, ভবানীপুর সোনালী ব্যাংক শাখার ব্যবস্থাপক মো. ফিরোজ আনোয়ার ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাপস রায় প্রমুখ উপস্থিত ছিলেন। পার্বতীপুর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তাপস রায় বলেন, ২০১৯-২০২০ চলতি অর্থ বছরে উপজেলার ১০ ইউনিয়ন ও এক পৗরসভায় নতুন করে বয়স্ক ভাতায় ৯০০, বিধবা ভাতায় ৭৪০ ও প্রতিবন্ধী ভাতায় ১ হাজার ৪৬৫ জনসহ মোট ৩১০৫ জন নতুন ভাতার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

আরও খবর

Sponsered content

Powered by