রাজশাহী

পোরশায় বীজ ও সার বিতরণের উদ্বোধন

  প্রতিনিধি ২৩ নভেম্বর ২০২০ , ৪:৫৩:০৪ প্রিন্ট সংস্করণ

পোরশা (নওগাঁ) প্রতিনিধি: বঙ্গবন্ধুকে বাদ দিয়ে যেমন বাংলাদেশের কল্পনা করা যায় না, তেমনি তার যোগ্য উত্তরসুরী শেখ হাসিনাকে বাদ দিয়ে বাংলাদেশের উন্নয়ন কল্পনা করা যায় না। বিগত ১৯৯৬ সালে আ.লীগের আমলে দেশের যে উন্নয়ন হয়েছে। পরবর্তী বা পূর্ববর্তী কোন সরকার তেমন উন্নয়ন করতে পারেনি। ২০০৮ সালে আ.লীগ ক্ষমতায় আসার পর দেশের জনগণের চাহিদা পূরণের জন্য যা কিছু করতে হয় তার সবই করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজের চিন্তা না করে তিনি দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, শেখ হাসিনা বাপের বেটি জনগণকে ১০টাকা কেজি চাল খাওয়াতে পেরেছেন। স্বল্প পয়সায় কৃষকদের সারসহ যাবতীয় কৃষি সরঞ্জামাদি দিচ্ছেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নতুন নতুন ভবন নির্মিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দানকালে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি এসব কথা বলেন। শহীদ পিংকু বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হামিদ রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা মাহফুজ আলম। অন্যান্যদের মধ্যে উপজেলার পরিষদ ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম, সহকারী কমিশনার(ভুমি) জাকির হোসেন, থানার অফিসার ইনচার্জ শফিউল আজম খান, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ওবাইদুল্লাহ্ শেখ, যুগ্ম সাধারন সম্পাদক ফজলুল হক শাহ্ চৌধুরী সহ কর্মকর্তা, স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন। এর পূর্বে প্রধান অতিথি খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি উপজেলা পর্যায়ে প্রযুক্তি হস্তান্তরের কৃষক প্রশিক্ষন প্রকল্পের আওতায় নবনির্মিত উপজেলা কৃষক প্রশিক্ষন কেন্দ্রের উদ্বোধন করেন। পরে তিনি করোনার ২য় ধাপ মোকাবেলায় করণীয় বিষয়ক মতবিনিময়, উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়, উপজেলা আইনশৃংখলা ও সাধারণ সভায় যোগ দেন এবং মুজিববর্ষ উপলক্ষ্যে গৃহহীনদের গৃহ নির্মাণ কার্যক্রম পরিদর্শন করেন।

আরও খবর

Sponsered content

Powered by