রাজশাহী

পোরশায় মুকুলে ভরে গেছে আমবাগান

  প্রতিনিধি ২ মার্চ ২০২১ , ৮:৩৪:৫২ প্রিন্ট সংস্করণ

এম রইচ উদ্দিন, পোরশা (নওগাঁ) :

নওগাঁর পোরশায় মুকুলে মুকুলে ভরে গেছে আম বাগান। সারি সারি বাগানগুলি থেকে বের হচ্ছে মুকুলের মৌ-মৌ গন্ধ। গাছে গাছে ভরে আছে দৃশ্যমান সোনালী মুকুলের আভা। মুকুলের ভারে প্রতিটি আম গাছের মাথা নুয়ে পড়ার উপক্রম। এর মধ্যে দেখা যাচ্ছে মৌমাছিরা যেন ব্যাস্ত মধু আহরণে। এত মুকুলের সমারোহ দেখে আম চাষিরাও খুশি।

আবহাওয়া অনুকূলে থাকলে এবছর আমের বাম্পার ফলন হবে বলে আশা করছেন তারা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নওগাঁ জেলার মধ্যে এ উপজেলায় সব চাইতে বেশি আম চাষ হচ্ছে। এবারে এ উপজেলায় আম চাষ হচ্ছে ১০ হাজার ৫৫০ হেক্টর জমিতে।

হেক্টর প্রতি লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১২ মেট্রিকটন। অর্থ্যাৎ উপজেলায় আমের মোট উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লক্ষ ২৬ হাজার ৬০০ মেট্রিক টন। পোরশা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহফুজ আলম জানান, পোরশায় প্রতি বছর আমের উৎপাদন লক্ষ্যমাত্রা বেড়েই চলেছে। এখানে উৎপাদিত আমের চাহিদা দেশে এবং দেশের বাইরে বেশ ভাল।

এখানকার চাষিরা সবাই বাণিজ্যিক ভিত্তিতে আম চাষ করছেন। ফলে তারা আমচাষে দক্ষ হওয়ায় আমের উৎপাদন ভাল হয়। আর চাষিরাও সে লক্ষ্যে কাজ করছেন। তিনি আরো জানান, আবহাওয়া এখন পর্যন্ত ভাল রয়েছে। শেষ পর্যন্ত আবহাওয়া ভাল থাকলে এবছর পোরশায় আম উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করছেন।

 

আরও খবর

Sponsered content

Powered by