দেশজুড়ে

ফটিকছড়িতে সরকারী চাল চুরি করে বিক্রি, গ্রেপ্তার-৩

  প্রতিনিধি ১৮ এপ্রিল ২০২০ , ৩:৫০:৫১ প্রিন্ট সংস্করণ

ফটিকছড়ি প্রতিনিধি :

ফটিকছড়ি উপজেলার ধর্মপুরে সরকারের ১০ টাকা কেজির খাদ্যবান্ধব কর্মসূচির (ওএমএস'র) চাল চুরি করে বিক্রির সময় ১২০ কেজি চালসহ ধর্মপুর অাজাদীবাজার এলাকা থেকে ১৭ এপ্রিল শুক্রবার সকাল সাড়ে ১১টায় সরোয়ার জাহান বাবুল নামে এক ডিলারকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার সরোয়ার জাহান বাবুল ধর্মপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের অাবিদ বাড়ীর বাসিন্দা। জানা যায়, শুক্রবার সকালে কার্ডধারী নয় এমন লোকের কাছে চুরি করে চাল বিক্রীর সময় সন্দেহ হলে স্থানীয় জনতা বিষয়টি প্যানেল চেয়ারম্যান শহীদুল ইসলাম অাকাশকে জানান। তিনি ঘটনাটি উপজেলা নির্বাহী অফিসারকে জানালে শুক্রবার সকালে উপজেলা নির্বাহী অফিসার সায়েদুল অারেফিন ঘটনাস্থলে ছুটে যান। পরে চাল চুরির অভিযোগ প্রমাণিত হলে সরোয়ার জাহান বাবুলসহ অারো দুই ব্যাক্তিকে ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে গ্রেপ্তার করে থানায় নিয়ে অাসা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সায়েদুল অারেফিন জানান 'ওএমএস'র চাল চুরির অপরাধে ডিলারসহ তিনজনের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হচ্ছে। ডিলার প্রতিষ্টানটি সিলগালা করে দেওয়া হয়েছ

আরও খবর

Sponsered content

Powered by