দেশজুড়ে

ফটিকছড়ির হালদা নদীতে অভিযান, ঘের জাল উদ্ধার

  প্রতিনিধি ১৮ মে ২০২০ , ২:৫৭:২৩ প্রিন্ট সংস্করণ

ফটিকছড়ি প্রতিনিধি :  ফটিকছড়ি উপজেলার রোসাংগিরী ও হাটহাজারী উপজেলার ধলই ও ফরহাদাবাদ ইউনিয়ন অংশে হালদায় 'মা' মাছ রক্ষায় অভিযান চালিয়েছে উপজেলা মৎস কর্মকর্তা। ১৭মে সকালে ফটিকছড়ি উপজেলা মৎস সম্প্রসারণ কর্মকর্তা মোস্তফা কামাল এর নের্তৃত্বে অভিযান পরিচালিত হয়। এতে সহযোগিতা করেন রোসাংগিরী ইউপিরর প্যানেল চেয়ারম্যান মোঃ সেলিম, সদস্য রাজিব চৌধুরী, আবুল বশর, সচিব মোঃ জাকারিয়া সিকদার।

অভিযানে হালদা নদী হতে অবৈধভাবে বসানো প্রায় ৫০০মিটার ঘের জাল উদ্ধার করে রোসাংগিরী ইউপি কার্যালয়ের সামনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এ বিষয়ে মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোস্তফা কামাল বলেন, রুই জাতীয় মাছের প্রজনন বৃদ্ধির অন্যতম প্রাকৃতিক নদী হালদা৷

প্রতিবছর এই মৌসুমে হালদায় রুই জাতীয় মা মাছ ডিম দেয়৷ তাই সরকারীভাবে যেকোন প্রকার হাত জাল, ঘের জাল, কারেন্ট জাল এবং বড়সি ব্যাবহার করে মাছ ধরা নিষিদ্ধ৷ এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানানন।

আরও খবর

Sponsered content

Powered by