আন্তর্জাতিক

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের ভয়াবহ হামলা, দেখুন ছবিতে

  প্রতিনিধি ১০ মে ২০২১ , ৪:৪৪:৪৬ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

জেরুজালেমের আল-আকসা মসজিদের ভেতরে ফিলিস্তিনিদের ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। হামলায় দেড় শতাধিক ফিলিস্তিনি আহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সোসাইটি। এ ঘটনায় অন্তত ৮০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আসুন দেখে নেই ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের ভয়াবহ হামলার কিছু ছবি

Israeli police chase a cameraman covering the raid on Palestinians at Al-Aqsa compound. [Ammar Awad/Reuters]
ইসরায়েলি পুলিশের হামলায় রক্ষা পায়নি সাংবাদিকও। ক্যামেরাম্যানকে তাড়া করছে ইসরায়েলি পুলিশ।  ছবি-রয়টার্স

The Palestinian Red Crescent says 180 Palestinians have been wounded and its medical teams were prevented from accessing the scene of the violence. At least 80 people were hospitalised. [Emmanuel Dunand/AFP]
হাসপাতালে নেয়া হচ্ছে আহত এক ফিলিস্তিনিকে। ছবি- এএফপি

Tensions have escalated in Jerusalem, the occupied West Bank, and Gaza throughout the Muslim holy month of Ramadan. [Ahmad Gharabli/AFP]
ইসরায়েলি পুলিশের হামলায় উত্তেজিত জনতা। ছবি- এএফপি

Israeli security forces search Palestinians at Jerusalem's Damascus Gate.[Emmanuel Dunand/AFP]
ফিলিস্তিনিদের তল্লাশি চালাচ্ছেন ইসরায়েলের পুলিশ। ছবি-এএফপি

Monday's violence at the Al-Aqsa compound came after days of mounting tensions between Palestinians and Israeli forces in the Old City of Jerusalem. [Ahmad Gharabli/AFP]
আহত এক ফিলিস্তিনিকে হাসপাতালে নিয়ে যাচ্ছেন। ছবি-এএফপি

Israeli police fired stun grenades, tear gas and rubber-coated bullets at hundreds of Palestinians. [Ammar Awad/Reuters]
ইসরায়েলি পুলিশের অ্যাকশন। ছবি-রয়টার্স

A Palestinian helps a wounded man after Israeli forces raided Jerusalem's Al-Aqsa Mosque compound. [Ahmad Gharabli/AFP]
ইসরায়েলি পুলিশের হামলায় আহত এক বয়স্ক ব্যক্তি। ছবি-এএফপি

A Palestinian confronts an Israeli policeman by the entrance to Jerusalem's Old City. [Ronen Zvulun/Reuters]
ইসরায়েলি পুলিশের মুখোমুখি এক ফিলিস্তিনি। ছবি রয়টার্স


আল-আকসা মসজিদের গম্বুজে ইসরায়েলি পুলিশ মোতায়েন। ছবি-রয়টার্স

Powered by