ঢাকা

আওয়ামীলীগ দলীয় প্রার্থীর পক্ষে সাত শতাধিক গ্রুপ নৌকার প্রচারণায়

  প্রতিনিধি ১৭ মে ২০২৩ , ১২:১৭:৫৯ প্রিন্ট সংস্করণ

গাজীপুর প্রতিনিধি:

 

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের প্রতীক বরাদ্দ পেয়েই প্রচারণায় নেমেছেন প্রার্থীরা। নেতাকর্মী এবং সমর্থনকারীদের নিয়ে নেমে পড়েছেন মেয়র পদে প্রতিদ্ব›দ্বী সকল মেয়র প্রার্থী। ক্ষমতাসীন আওয়ামীলীগ দলীয় মনোনীত এ্যাড. আজমত উল্লাহ খানের নৌকা প্রতীকের পক্ষে সবচেয়ে বেশী প্রচারণায় অংশ নিয়েছেন কেন্দ্র থেকে ওয়ার্ড পর্যায়ের হাজার হাজার নেতাকর্মী। মহানগর ও জেলা আওয়ামীলীগ সহ সকল সহযোগী সংগঠনের মহানগর, জেলা, উপজেলা, থানা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির নেতারা দুই শতাধিক আলাদা দলে বিভক্ত হয়ে নগরীর ৫৭টি ওয়ার্ডের অলি-গলি, বাসা, মার্কেট, দোকান এবং পথে-ঘাটে প্রচারণা চালাচ্ছে।
৮ মেয়র প্রার্থীর মাঝে এবং ৭৭টি সংরক্ষিত আসন এবং ২৩৯টি সাধারণ সদস্য পদে প্রতীক বরাদ্দ দেয়া হয়। মেয়র প্রার্থী আজমত উল্লাহ খান নৌকা, সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন টেবিলঘড়ি, বিএনপি ঘরানার রনি সরকার হাতি, জাতীয় পার্টির এম এম নিয়াজউদ্দিন লাঙল, জাকের পার্টির রাজু আহমেদ গোলাপ ফুল এবং স্বতন্ত্র প্রার্থী হারুন অর রশিদ ঘোড়া প্রতীক পান। ভোট গ্রহণের ৩২ ঘণ্টা আগ পর্যন্ত এ প্রচার চলবে।
গতকাল মঙ্গলবার নগরীর ৩১ নম্বর ওয়ার্ডে গিয়ে দেখা যায়, শ্রীপুর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বি এসসি, পৌর আওয়ামীলীগের প্রচার সম্পাদক জুয়েল আশিকুল্লা, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ ওমর ফারুক, ৭নং ওয়ার্ড সভাপতি আবুল হোসেন বিএ, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাদল খান, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেনে, ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশিকি উল্লাহ, ১ নং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাকিল আহমেদ, পৌর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা দেলোয়ার হোসেন, পৌর আওয়ামী লীগের সহ সভাপতি নুরুল ইসলাম শেখ, পৌর আওয়ামী লীগ নেতা আকরাম সরকার, যুবলীগ নেতা রেজাউল ফকির, শ্রমিক নেতা ফরহাদ ফকির, দেলোয়ার হোসেন।
জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মো: দেলুয়ার হোসেন দেলু জানান, জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে নগরীর বাইরের ১৩৬ টি দলে বিভক্ত হয়ে প্রায় পনের শ নেতাকর্মী নৌকার পক্ষে কাজ করছেন। এছাড়া নগরীর ৪৮০টি ভোট কেন্দ্রের জন্য আলাদাভাবে কমিটি করা হয়েছে। নগরীর প্রত্যেকটি এলাকায় এ নির্বাচন কেন্দ্রের সিনিয়র নেতারা তদারকি করছেন।
রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম আচরণ বিধি লঙ্ঘন করে প্রচার চালালে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। ২৫ মে গাজীপুর সিটিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

আরও খবর

Sponsered content

Powered by