ময়মনসিংহ

বকশীগঞ্জে নিত্য পন্যের দাম নিয়ন্ত্রনে বাজারে ইউএনও’র অভিযান

  প্রতিনিধি ২২ অক্টোবর ২০২০ , ৪:০১:২৬ প্রিন্ট সংস্করণ

মতিন রহমান, বকশীগঞ্জ(জামালপুর) প্রতিনিধি:

জামালপুর বকশীগঞ্জে নিত্য প্রয়োজনীয় পন্যের বাজার নিয়ন্ত্রনে অভিযান চালিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজা।

অভিযান কালে তিনি বকশীগঞ্জ পৌর বাজারে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক আছে কিনা ও কোনো অসাধু ব্যবসায়ী কারচুপি করছে কিনা তা যাচাই করেন।

এসময় দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করা ও সরকার নির্ধারিত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রি করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অন্যুায়ী এক খুচরা বিক্রেতােেক এক হাজার টাকা ও পাইকারি বিক্রেতাকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজা বলেন,এই অভিযান অব্যাহত থাকবে পর্যায়ক্রমে উপজেলার সবগুলো বাজার নিয়ন্ত্রনে অভিযান পরিচালনা করা হবে।

আরও খবর

Sponsered content

Powered by