ময়মনসিংহ

বকশীগঞ্জে মাস্ক ব্যবহার না করায় দুইজনকে জরিমানা

  প্রতিনিধি ৪ নভেম্বর ২০২০ , ৪:৫৬:০২ প্রিন্ট সংস্করণ

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি :

জামালপুরের বকশীগঞ্জ পৌর শহরে অভিযান চালিয়ে মাস্ক ব্যবহার না করার দায়ে দুইজনকে জরিমানা করা হয়েছে। বুধবার বেলা ১১টা থেকে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুন মুন জাহান লিজা। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই জরিমানা করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ঘরের বাইরে বের হতে হলে মুখে মাস্ক ব্যবহার করতে হবে। করোনাভাইরাস প্রতিরোধে সরকারিভাবে এমন নির্দেশনা দেওয়া থাকলেও সচেতনতার অভাবে অনেকেই তা মানছেন না। তাই জনসচেতনতা বাড়াতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দ্ইুজনকে ৭শ টাকা টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুন মুন জাহান লিজা বলেন করোনার সংক্রমণ রোধে এই অভিযান চালানো হয়েছে। অভিযান চলার সময় বাজারে আসা বিভিন্ন শ্রেণিপেশার লোকজনকে মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করা হয়। জনগণের স্বাস্থ্য সুরক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর

Sponsered content

Powered by