ময়মনসিংহ

বকশীগঞ্জ যুব মহিলা লীগের নেত্রী জহুরাকে কারণ দর্শানোর নোটিশ

  প্রতিনিধি ১৯ জানুয়ারি ২০২৩ , ৫:০১:৪২ প্রিন্ট সংস্করণ

মতিন রহমান,বকশীগঞ্জ(জামালপুর)সংবাদদাতা :

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বাংলাদেশ যুবমহিলা লীগের সভাপতি জহুরা বেগমকে কারণ দর্শনোর নোটিশ দিয়েছে বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ। বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শাহীনা বেগম ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবুল তালুকদার স্বাক্ষরিত কারণ দর্শানোর নোটিশের ৩ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। দলীয় শৃংখলা ভঙ্গের কারণে ওই কারণ দর্শানোর নোটিশ দেন তারা। ১৯ জানুয়ারি কারণ দর্শানোর নোটিশের কপি সাংবাদিকদের সরবরাহ করা হয়। জানা যায়, ১৭ জানুয়ারি বকশীগঞ্জ এনএম উচ্চ বিদ্যালয় মাঠে বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় জামালপুর-১ আসনের এমপি আবুল কালাম আজাদ, জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ উপস্থিত ছিলেন। ওই বর্ধিত সভায় নেতাদের উপস্থিতিতে উপজেলা যুবমহিলা লীগের সভাপতি জহুরা বেগম বিশৃংখলা সৃষ্টি করে সভাস্থল ত্যাগ করেন। এ কারণে তার বিরুদ্ধে কেন সাংগাঠনিক ব্যবস্থা নেওয়া হবেনা তার জন্য কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। নোটিশের জবাবের জন্য তিন দিনের সময় দেওয়া হয়েছে। এব্যাপারে বকশীগঞ্জ উপজেলা বাংলাদেশ যুবমহিলা লীগের সভাপতি জহুরা বেগম জানান, নোটিশ পাওয়ার পরেই জবাব দিয়েছি। আশা করি সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে নোটিশের জবাব গ্রহণযোগ্য হবে। এব্যাপারে বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ শাহীনা বেগম জানান, দলীয় শৃংখলা ভঙ্গের কারণে তার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। জবাব পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

আরও খবর

Sponsered content

Powered by