দেশজুড়ে

বাগেরহাটে প্রাক্তন শিক্ষাথীদের পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

  প্রতিনিধি ১৮ এপ্রিল ২০২০ , ৫:৩৯:৪৩ প্রিন্ট সংস্করণ

শামীম আহসান মল্লিক, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে প্রাক্তন শিক্ষাথীদের উদ্যোগে চার শতাধিক পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার সকালে বাগেরহাট শহর ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় খাদ্য সংকটে থাকা অসহায় ও মধ্যবিত্তদের বাড়িতে গিয়ে তাদের খাদ্যসামগ্রী পৌছে দেন পটেনশিয়াল ইউনিটি অব বাগেরহাট (পাব) এর সভাপতি খোন্দকার নাজমুল হকের নেতৃত্বে একদল সদস্য। প্রতিটি প্যাকেটে চাল, ডাল, আলু, তেল, চিড়াসহ নিত্যপ্রয়োজণীয় খাদ্য সামগ্রী রয়েছে। 
আয়োজকরা জানান, সরকারের পাশাপাশি বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয় ও সরকারি পিসি কলেজের প্রাক্তন শিক্ষাথীদের উদ্যোগে পটেনশিয়াল ইউনিটি অব বাগেরহাট সংগঠনের পক্ষ থেকে দেশের এই দূর্যোগের মুহুর্তে সরকারি নিয়ম মেনে মানুষ ঘরে থাকছে। কর্মহীনদের মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। 

আরও খবর

Sponsered content

Powered by