ময়মনসিংহ

কেন্দুয়ায় শিশু শিক্ষার্থী তানিয়ার মৃত্যু নিয়ে রহস্য

  প্রতিনিধি ১১ আগস্ট ২০২০ , ৭:২৫:৩৯ প্রিন্ট সংস্করণ

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোণার কেন্দুয়ায় তানিয়া আক্তার নামে তৃতীয় এক স্কুল শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ। সোমবার দুপুরে নিহত তানিয়ার (১০) গ্রামের বাড়িতে যান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) একে.এম মনিরুল ইসলাম ও কেন্দুয়া থানা ওসি মোহাম্মদ রাশেদুজ্জামান ও পেমই তদন্ত কেন্দ্রের ইনচার্জ খায়রুল বাশার। উপজেলার পাইকুড়া ইউপির পেচুন্ধী গ্রামের আবুল কাশেমের মেয়ে ও উলুহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নিহত তানিয়া। সুত্র জানায়, শনিবার (৮ আগষ্ট) দুপুরে নিহত তানিয়া বসতঘরের ধর্ণার সাথে ওড়না পেছিয়ে ফাঁস লেগে আত্মহত্যা করে। পরিবারের কোন অভিযোগ না থাকলেও তানিয়ার লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তে জন্যে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠায় পুলিশ। রোববার দুপুরে নিহত তানিয়ার দাফন সম্পন্ন করা হয়। এব্যাপারে তানিয়ার বাবা আবুল কাশেম কাদী হয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছেন। গত সোমবার বিকালে ঘটনাস্থল পরিদর্শনে যান নেত্রকোণা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) একে এম মনিরুল ইসলাম। এসময় তিনি ঘটনাস্থল, তানিয়ার মা-বাবা, দাদা-দাদী, বান্ধবী হীরামনিসহ স্থানীয়দের সাথে কথা বলেন। অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) একে এম মনিরুল ইসলাম জানান, প্রতিটা আত্মহত্যার পেছনে কোন না কোন কারণ থাকে, কিন্তু তানিয়ার মৃত্যু কোন কারণ বলতে পারছে না পরিবারের লোকজন। এবং তাদের কোন অভিযোগও নেই। এত ছোট একটা মেয়ে আত্মহত্যার কোন কারণ দেখছি না। তাহলে সে এই পথ বেঁচে নিলো কেন এই প্রশ্ন থেকে যায়। ময়নাতদন্তের রিপোর্ট আসলে তানিয়ার মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানান তিনি।

আরও খবর

Sponsered content

Powered by