চট্টগ্রাম

বান্দরবানে প্রধানমন্ত্রী প্রদত্ত জমি ও গৃহ পেলো ৭৪ ভূমিহীন পরিবার

  প্রতিনিধি ২১ জুলাই ২০২২ , ৬:৫৬:২৪ প্রিন্ট সংস্করণ

- বান্দরবান সদর উপজেলায় ১০ টি পরিবারের হাতে তুলে দেয়া হলো গৃহ ও জমির কাগজ।

বান্দরবান জেলা প্রতিনিধি:

 

বান্দরবানে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক জেলায় তৃতীয় পর্যায়ে (২য় ধাপ) জমি ও গৃহ প্রদান এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ২১শে জুলাই (বৃহস্পতিবার) সকাল ১০ টায় উপজেলা পরিষদের মিলনায়তনে প্রধানমন্ত্রী প্রদত্ত গৃহ হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গনভবন থেকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে ৩য় পর্যায়ের(২য় ধাপ) সারাদেশে ২৬,২২৯ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রম এর শুভ উদ্বোধন করেন। এ সময় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে জেলার সদর উপজেলার ১০ জন ভূমিহীন পরিবারের হাতে ১০ টি জমি ও গৃহ হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উল্লেখ্য পার্বত্য বান্দরবান জেলার অন্য উপজেলায় গুলো হলো,লামা উপজেলায় ৩৬ টি, আলীকদম উপজেলায় ৫ টি, রুমা উপজেলায় ১৪ টি এবং রোয়াংছড়ি উপজেলায় ৯ টি সহ মোট ৭৪ টি জমি ও গৃহ ভূমীহিন পরিবারের মাঝে প্রধানমন্ত্রী প্রদত্ত জমি ও গৃহ প্রদান করা হয়েছে।

 

আরও খবর

Sponsered content

Powered by