চট্টগ্রাম

বিজয়নগরে বন্য প্রাণী ছানা উদ্ধার

  প্রতিনিধি ২৬ ফেব্রুয়ারি ২০২২ , ৫:২৫:৩৮ প্রিন্ট সংস্করণ

বিজয়নগর প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া:

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বাঘের ছানার মত দেখতে এক বন্য প্রাণী উদ্ধার করা হয়েছে। উপজেলার হরষপুর ইউনিয়নের বাগদিয়া আমতলী গ্রামে আব্দুর রহমান এই বন্য প্রাণীটি উদ্ধার করেন ।

সরেজমিনে গিয়ে জানা যায়, আব্দুর রহমান তার শশুড়বাড়ী উপজেলার সীমান্তবর্তী এলাকা পাহাড়পুর ইউনিয়নের বামুটিয়া গ্রামে সন্ধা ৭টার সময় বেড়াতে গেলে এক নির্জন স্থানে এই ছানাটি পরে থাকতে দেখতে, সে উদ্ধার করে তার বাড়িতে নিয়ে আসে। বাঘের ছানার উদ্ধারের খবর পেয়ে এলাকার লোকজন তাঁর বাড়িতে লোকজন ভিড় জমায়।

আব্দুর রহমান জানান, এই ছানাটি বন্য প্রাণী, দেখতে বাঘের ছানার মত হওয়ায় যে কেউ মেরে ফেলতে পারে তাই আমি ছানাটিকে আমার বাড়িতে নিয়ে আসছি। ছানাটি মাংস আর দুধ ছাড়া কিছু খাই না। আমি গরীব মানুষ, ছানার খাবার যোগাড় করতে পারব না। তাই বন্য প্রাণীটির সুরক্ষার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছি।

এ বিষয়ে বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদ জানান, বিষয়টি আমি জেনেছি এবং বন্য প্রানীর সুরক্ষায় ব্যবস্থা গ্রহণ করছি।

আরও খবর

Sponsered content

Powered by