রংপুর

বিরলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

  প্রতিনিধি ২৪ জুন ২০২০ , ৯:০১:২৩ প্রিন্ট সংস্করণ

বিরল (দিনাজপুর) প্রতিনিধি : আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বিরল উপজেলা আওয়ামী লীগ মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহন করেছে। উপজেলা আওয়ামী লীগের সহায়তায় উপজেলার ১২ টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ১ হাজার ৩০০ ফলদ ও বনজবৃক্ষ রোপণ করা হবে। উপজেলা আওয়ামী লীগের গৃহিত কর্মসূচির অংশ হিসেবে বিরল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমাকান্ত রায় বুধবার সকালে ৫ নম্বর ইউনিয়নের এস আর উচ্চ বিদ্যালয় মাঠে ফলজ বৃক্ষরোপণ করে ৫ নম্বর ইউনিয়ন আওয়ামী লীগের মাসব্যাপী ফলদ ও বনজবৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন। পরে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আকতার হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন ভরতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ফলদ ও বনজবৃক্ষ রোপণ করেন।
এ সময় ৫ নম্বর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম, সাধারন সম্পাদক আব্দুল আজিজ, যুবলীগের সভাপতি আব্দুল মালেকসহ ইউনিয়ন ও সংশ্লিষ্ট ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দগন উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content

Powered by