দেশজুড়ে

বৃষ্টির পানিতে লাইন তলিয়ে যাওয়ায় বিঘ্নিত হাটহাজারীর ট্রেন চলাচল

  প্রতিনিধি ৭ আগস্ট ২০২৩ , ৮:০২:২৭ প্রিন্ট সংস্করণ

বৃষ্টির পানিতে লাইন তলিয়ে যাওয়ায় বিঘ্নিত হাটহাজারীর ট্রেন চলাচল

অতিবৃষ্টির কারণে রেললাইন পানির নিচে ডুবে থাকায় চট্টগ্রাম থেকে ফতেয়াবাদ ও বিশ্ববিদ্যালয়গামী শাটল ও ডেমু ট্রেন চলাচল বন্ধ
ছিলো দিনভর।

একটি ডেমু ট্রেন ফতেয়াবাদ রেল স্টেশনের কাছে সারাদিন আটকে থাকতে দেখা গেছে। একইভাবে চট্টগ্রাম-নাজিরহাট ও বিশ্ববিদ্যালয়ের রেল যোগাযোগ সোমবার সারাদিন বন্ধ ছিলো।


স্থানীয়রা জানান, টানা বর্ষণের কারণে ফতেয়াবাদের বিভিন্ন স্থানে পানি জমে গেছে। রেললাইনেও পানি জমে যাওয়া সকাল থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রেলওয়ের কর্মীরা পানি চলাচলের রাস্তা তৈরী করে রেল যোগাযোগ স্বাভাবিক করতে সারাদিন কাজ করেছেন। চট্টগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার জাফর আলম বলেন, ফতেয়াবাদে রেললাইনে পানি ওঠায় সকালের ডেমু ট্রেন আটকা পড়ে। সেখানে কাজ চলছে। শিগগিরই ট্রেন চলবে।

আরও খবর

Sponsered content

Powered by