রংপুর

বোদায় সাইকেল র‌্যালি ও বৃক্ষচারা রোপণ

  প্রতিনিধি ১৯ অক্টোবর ২০২০ , ৪:০৭:০৮ প্রিন্ট সংস্করণ

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি :

বন্যপ্রাণী সংরক্ষণ, মাদকমুক্ত সমাজ গঠন, নারী নির্যাতন ও ধর্ষণ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ‘আমরা করবো জয়’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে সোমবার পঞ্চগড়ের বোদা থেকে তেঁতুলিয়ার বাংলাবান্ধা জিরো পয়েন্ট পর্যন্ত ৮৬ কিলোমিটার পথ বাই সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

র‌্যালিটি প্রতি কিলোমিটারে থেমে থেমে বাংলাবান্ধা-ঢাকা মহাসড়কের পাশে একটি করে বৃক্ষ চারা রোপণ করা হয়। সংগঠনের একশ সদস্য এই সাইকেল র‌্যালি ও বৃক্ষ রোপণ কর্মসূচিতে অংশ নেয়। র‌্যালীটি বাংলাবান্ধা জিরো পয়েন্টে গিয়ে বৃক্ষ রোপন করে ‘নারী’ পথ নাটক পরিবেশনের মধ্য দিয়ে কর্মসূচি শেষ করে। সকালে বোদা উপজেলার এগার মাইল নামক স্থানে বৃক্ষ চারা রোপন করে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি)আবু হায়দার মো. আশরাফুজ্জামান বৃক্ষ চারা রোপণ করে এই কর্মসূচির উদ্বোধন করেন।

এসময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মকলেছার রহমান জিল্লু, উপজেলা ছাত্র লীগের সভাপতি অমিয় আলম অমি, ব্যবসায়ী শাদাত হোসেন প্রধান, প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম ও আমরা করবো জয় সংগঠনের সভাপতি আব্দুল্লাহ রনি উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content

Powered by