চট্টগ্রাম

ভুয়া পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিয়ে আখাউড়া ইমিগ্রেশন এক যুবক গ্রেফতার

  প্রতিনিধি ৩১ জুলাই ২০২৩ , ৮:১৯:৫৯ প্রিন্ট সংস্করণ

 খায়রুল কবির,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি :

ভুয়া পুলিশ ক্লিয়ারেন্সের সার্টিফিকেট নিয়ে আখাউড়া ইমিগ্রেশন দিয়ে  ভারত গমনের সময় মো. হৃদয় নূর (২২) নামে এক বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীকে গ্রেফতার করেছে পুলিশ । সোমবার (৩১ জুলাই) দুপুরে তাকে আটক করা হয়।

আটক হৃদয় নূর  ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের নয়নপুর ৯নং ওয়ার্ডের বাসিন্দা হান্দু মিয়ার পুত্র 

জানা গেছে, ভারতের দিল্লিতে অবস্থিত ক্রোয়েশিয়া দূতাবাসে ভিসার আবেদন করতে হৃদয় সকালে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে আসেন। এ সময় পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটে সিল জালিয়াতি ধরা পড়ায় ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে।

আখাউড়া থানার ওসি আসাদুল ইসলাম হৃদয় নূর কে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, এ চক্রের হোতাদের আটক করার অভিযান চলছে বলে তিনি জানিয়েছেন।

আরও খবর

Sponsered content

Powered by