খুলনা

মাননীয় প্রধানমন্ত্রী কাউকে খালি হাতে ফেরায় না “এমপি- বাবু

  প্রতিনিধি ১৬ মে ২০২৩ , ২:৫৯:১৫ প্রিন্ট সংস্করণ

 পাইকগাছা  (খুলনা) প্রতনিধিঃ
খুলনা -৬ কয়রা -পাইকগাছা জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃআক্তারুজ্জামান বাবু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায় দরিদ্র মানুষের কল্যানে  সর্বদা চিকিৎসা, সহায়তা, ভুমিহীন পরিবারদের জমি সহ ঘর নির্মাণ, বিধভা  ভাতা, সহ বিভিন্ন সহায়তা করে মানুষের  কাছে মমতাময় মাতা হিসেবে ক্ষ্যতী  অর্জন করেছেন। তিনি আরো বলেন মাননীয় প্রধানমন্ত্রী কাওকে খালি হাতে ফেরায় না।তিনি দেশের মানুষের জীবনমান উন্নয়নের জন্য  নিরালস ভাবে কাজ করে যাচ্ছেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া চাই তিনি যেন আবারো ক্ষমতায় থাকেন। আমি ৪ বছরে পাইকগাছা -কয়রায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র কতৃক মানবিক উপহার স্বরুপ প্রায় ১৩শ  অসুস্থ্য ব্যাক্তিদের চিকিৎসা চেক বাহক হিসেবে পৌছায় দিয়েছি।
সোমবার সকালে পাইকগাছা উপজেলা অডিটোরিয়ামে মাননীয় প্রধানমন্ত্রী কতৃক ১০ লক্ষ টাকা চিকিৎসা  সহায়তা চেক বিতারন কালে এ কথা বলেন এমপি বাবু। উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে এ সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু।জেলা আওয়ামীলিগ যুগ্ম সাধারণ সম্পাদক  অ্যাডভোকেট ফরিদ আহমেদ। উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলুর পরিচালনায়বক্তব্য রাখেন  পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, প্যানেলমেয়র  মাহবুবর রহমান রঞ্জু,ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ছালাম কেরু,  উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি  বাবু সমীরণ সাধু , পাইকগাছা প্রেসক্লাব সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিন আহমেদ, সেহন্দ্রহে বিকাশ,  এম রেজাউল হক, সাবেক আওয়ামী লীগ নেতা ও কৃষক লীগের সদস্য সচিব সহকারী অধ্যাপক মোঃ ময়নুল ইসলাম,প্রভাষক মশিউর রহমান, শাহাবুদ্দিন শাহিন,আবু সাইদ কালাই, শংকর দেবনাথ, বিভুতী ভুষন সানা,নির্মল ঢালী,মঙ্গল মন্ডল,নির্মল অধিকারী,নির্মল বৈদ্য,কৃষক লীগ নেতা আব্দুল করিম,যুবলীগ নেতা এম এম আজিজুল হাকিম, আকরামুল ইসলাম, মানবেন্দ্র মন্ডল, ফরাদু্জ্জামান তুষার,প্রভাষক ইমতিয়াজ হোসেন,দিপংকর মন্ডল,জিয়াউর রহমান কমোল, এম এ হালিম খাঁ,নাজমা কামাল, ইউনুস আলী মোড়ল,ওজিয়ার রহমান,কুমারেশ মন্ডল, পুলকেশ মন্ডল , ছাত্রলীগ নেতা রায়হান পারভেজ রনি,সাব্বির হোসেন,শাহিন শাহ বাদশা,ওহিদুজ্জামান,আব্দুর রহিম সহ সুবিধা ভোগী মানুষ।

আরও খবর

Sponsered content

Powered by