দেশজুড়ে

মেয়াদ শেষ হচ্ছে ইবি উপাচার্য ও কোষাধ্যক্ষ

  প্রতিনিধি ১৭ আগস্ট ২০২০ , ৭:৪৩:৫৫ প্রিন্ট সংস্করণ

ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বর্তমান উপাচার্য ও কোষাধ্যক্ষের মেয়াদ শেষ হবে আগামী ২০ আগস্ট। এর মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো উপাচার্য পদে মেয়াদ পূর্ণ করতে যাচ্ছেন ড. হারুন-উর-রশিদ আসকারী। একইসাথে কোষাধ্যক্ষ পদে মেয়াদ পূর্ণ করছেন অধ্যাপক ড. সেলিম তোহা। সংশ্লিষ্ট সূত্রে, ২০১৬ সালের ২১ আগস্ট ১২ তম উপাচার্য হিসেবে নিয়োগ পান ড. আসকারী। একইসঙ্গে কোষাধ্যক্ষ পদে নিয়োগ পান ড. সেলিম তোহা। বিশ্ববিদ্যালয়ের আচার্য মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ খান তাদেরকে ৪ বছরের জন্য এ পদে নিয়োগ দেন। মেয়াদ পূর্ণ হওয়ায় ২০ আগস্ট থেকে শুণ্য হচ্ছে প্রশাসনিক শীর্ষ দুই পদ। ইতোমধ্যেই পদ দুটির জন্য দৌড়ঝাপ শুরু করেছেন বিশ্ববিদ্যালয়ের ডজন খানেক শিক্ষক। তাদের মাঝে রয়েছেন মেয়াদ শেষ হতে যাওয়া বর্তমান উপাচার্য ও কোষাধ্যক্ষও। উপাচার্য পদ পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন দুজনই। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ বলেন, ‘বর্তমান উপাচার্য ও কোষাধ্যক্ষ চার বছর মেয়াদ পূর্ণ হতে আর কয়েক দিন বাকি রয়েছে। তারা দু’জনই অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। আগামী ২০ আগস্টের পর কাউকে নিয়োগ না দিলে গুরুত্বপূর্ণ পদ দুটি শূন্য থাকবে।’

আরও খবর

Sponsered content

Powered by