দেশজুড়ে

হিথ্রো বিমানবন্দর থেকে সিলেট বিমানবন্দরে নামলেন ৬৫ যাত্রী

  প্রতিনিধি ১০ আগস্ট ২০২০ , ৮:০১:২৮ প্রিন্ট সংস্করণ

হিথ্রো বিমানবন্দর থেকে সিলেট বিমানবন্দরে নামলেন ৬৫ যাত্রী

সিলেট ব্যুরো : দীর্ঘ একমাস পর লন্ডন থেকে যাত্রী নিয়ে বিমানের সরাসরি ফ্লাইট সিলেটে এসেছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের বিজি-২০২ ফ্লাইটটি সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট জেলা ব্যবস্থাপক শাহনেওয়াজ মজুমদার এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, লন্ডন থেকে সোমবার সকালে সরাসরি সিলেটে আসা ফ্লাইটটিতে ১১৬ জন যাত্রী ছিলেন। এদের মধ্যে ৬৫ জন যাত্রী সিলেটে নামেন এবং বাকি ৫১ জনকে নিয়ে ঢাকায় যায় বিমানের ফ্লাইটটি। বিমানটি ওসমানী বিমানবন্দরে এক ঘন্টা অবস্থানের পর ঢাকায় উদ্দেশ্যে ছেড়ে যায়। একই বিমানে সিলেট থেকে আরো ৩৪ জন যাত্রী ঢাকায় গেছেন বলে জানান তিনি। সিলেটে ইমিগ্রেশন করা ৬৫ জন যাত্রীর স্বাস্থ্য পরীক্ষা করেছে ওসমানী বিমানবন্দর কর্তৃপক্ষ। তাদের সকলেরই করোনা নেগেটিভ সার্টিফিকেট এবং শারীরিকভাবে সুস্থ থাকায় কাউকে নিতে হয়নি আইসোলেশনে। সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ জানান, যে ৬৫ জন যাত্রী সিলেটে নেমেছেন তাদের সকলেই সুস্থ ছিলেন। তাই কাউকে আইসোলেশনে নিতে হয়নি। সকলেই ইমিগ্রেশন শেষে নিজ নিজ গন্তব্যে চলে গেছেন।

আরও খবর

Sponsered content

Powered by