দেশজুড়ে

যশোরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কিশোর নিহত, আহত ৫

  প্রতিনিধি ২৪ এপ্রিল ২০২০ , ৫:৪৭:১৯ প্রিন্ট সংস্করণ

যশোর প্রতিনিধি : যশোরের চৌগাছায় মাঠে ধান কাটতে গিয়ে বজ্রপাতে খলিলুর রহমান (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। সময় আরও অন্তত পাঁচ কৃষি শ্রমিক আহত হয়েছেন। শুক্রবার দুপুরে চৌগাছা উপজেলার ফুলসারা ইউনিয়নের আফরা মোড়ের পাশ্ববর্তী মাঠের ধানক্ষেতে ঘটনা ঘটে

নিহত খলিলুর রহমান উপজেলার আফরা গ্রামের শাহিনুর রহমান গাজীর ছেলে। আহতরা হলেন, একই গ্রামের কৃষি শ্রমিক আতিয়ার রহমান, রোস্তম আলী, কিনু বিশ্বাস, বাবুল মুক্তার হোসেন।এদের মধ্যে গুরুতর আহত আতিয়ার রহমানকে টহলরত সেনা সদস্যরা উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর সিএমএইচে ভর্তি করেছেন

স্থানীয় ফুলসারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরী বলেন, কৃষক কৃষি শ্রমিকরা আফরা মোড়ের মাঠে ধান কাটছিলেন। বেলা ১২টার দিকে বৃষ্টির সাথে বজ্রপাত হলে ওই মাঠে থাকা খলিলুর রহমান ঘটনাস্থলেই নিহত হয়। এসময় ওই মাঠে থাকা ২৬/২৭ জন কৃষকের সবাই কমবেশি আহত হয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করেন।

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসারসহ টহলরত সেনা সদস্যদের টিম ওই স্থানে গেলে গুরুতর আহত আতিয়ার রহমানকে সেনা সদস্যদের গাড়িতে করে যশোর সিএমইচে নেয়া হয়। অন্য আহত রোস্তমকে যশোর জেনারেল হাসপাতালে কিনু বিশ্বাসকে চৌগাছা হাসপাতালে নেয়া হয়েছে। এছাড়া বাবুল মুক্তার প্রাথমিক চিকিৎসা নিয়েছেন

চৌগাছা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদুল ইসলাম বলেন, বজ্রপাতে একজন নিহত পাঁচজন আহত হয়েছেন। হতাহতদের সার্বক্ষণিক খোঁজখবর রাখা হচ্ছে

আরও খবর

Sponsered content

Powered by