দেশজুড়ে

রাউজানে ম্যারাথনে অংশ নেবে দুই হাজার নারী-পুরুষ

  প্রতিনিধি ৪ মার্চ ২০২১ , ৭:২১:৩১ প্রিন্ট সংস্করণ

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:

মুজিববর্ষ উপলক্ষে চট্টগ্রামের রাউজানে ১০ কিলোমিটার দীর্ঘ ম্যারাথন অনুষ্টিত হতে যাচ্ছে।

এ উপলক্ষে গত বুধবার দুপুরে রাউজান উপজেলা পরিষদের সন্মেলন কক্ষে “মিট দ্যা প্রেস” অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ম্যারাথন উপলক্ষে তৈরীকৃত টি-শার্ট এর লোগো উন্মোচন করেন রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এম.পি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে বক্তব্যে রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাব, সি.সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) অতীশ দর্শী চাকমা, পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল হারুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ।

আগামী ৬ মার্চ চট্টগ্রাম-রাঙামাটি সড়কের সত্তারঘাট থেকে রাউজানের সাংসদ, রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরীর নেতৃত্বে ম্যারাথন শুরু হয়ে জলিলনগরে গিয়ে শেষ হবে।

 

 

আরও খবর

Sponsered content

Powered by