ঢাকা

রাজবাড়ীতে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদেও মতবিনিময় সভা

  প্রতিনিধি ৩১ ডিসেম্বর ২০২০ , ৪:১৪:৩০ প্রিন্ট সংস্করণ

রাজবাড়ী প্রতিনিধিঃ

বৃহস্পতিবার বেলা ১১টায় নবাগত পুলিশ সুপার এস এম শাকিলুজ্জামানের আমন্ত্রণে জেলার সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা অনুঠিষ্ঠত হয়। পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার প্রায় ৩০জন সাংবাদিক এতে অংশ নেন। পুলিশ সুপার তাঁর স্বাগত বক্তব্যে সরকারের নেয়া পদক্ষেপের সাথে সংগতি রেখে জেলার আইনশৃংখলা ঠিক রাখতে যা যা প্রয়োজন তাই তিনি করবেন।

সাংবাদিকরা জেলায় মাদক ব্যবসা ও মাদকসেবীদের বিষয়ে তাকে প্রশ্ন করলে; তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জিরো টলারেন্স নিয়ে মাদকের বিষয়ে কাজ করে যাবেন। রাজবাড়ীর সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি এখন পর্যন্ত ভালো বলে সাংবাদিকরা অভিমত ব্যক্ত করলেও ভবিষ্যতে কখন উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হলে তা কঠোর হাতে দমন করা হবে বলে তিনি জানান।

মত বিনিময় সভায় পুলিশ সুপার ছাড়াও বক্তৃতা করেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালউদ্দিন,ডিআই ওয়ান সাইদুর রহমান, রাজবাড়ী থানার অফিসার ইনচার্জ (ও.সি) স্বপন কুমার মজুমদার,প্রেসক্লাবের সভাপতি খান মোঃ জহুরুল হক, সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল মতিন, সাবেক সভাপতি আবু মুসা বিশ্বাস, জাহাঙ্গীর হোসেন,এজাজ আহমেদ,আজু শিকদার গনেশ পাল প্রমুখ।

আরও খবর

Sponsered content

Powered by