বাংলাদেশ

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে রওশন

  প্রতিনিধি ১৯ নভেম্বর ২০২৩ , ৩:২৬:২৪ প্রিন্ট সংস্করণ

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে রওশন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে গিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। সাক্ষাৎকালে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে ভোটে সবার অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানাবেন তিনি।

রোববার (১৯ নভেম্বর) দুপুর ১২টার পর তিনি বঙ্গভবনে ঢুকেছেন বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

রওশন এরশাদের সঙ্গে চার সদস্যের প্রতিনিধিদল বঙ্গভবনে গিয়েছে। প্রতিনিধিদলে রয়েছেন- বিরোধীদলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ রওশন আরা মান্নান, এরশাদ পুত্র রাহগির আল মাহি সাদ ও বিরোধীদলীয় নেতার মুখপাত্র কাজী মো. মামুনূর রশিদ।

আরও খবর

Sponsered content

Powered by