ক্রিকেট

রেকর্ড দামে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সম্প্রচার স্বত্ব বিক্রি

  প্রতিনিধি ৭ জানুয়ারি ২০২১ , ১১:২০:৪৯ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

চলতি মাসে শুরু হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। এই সিরিজের মধ্যদিয়ে লম্বা সময় পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। আসন্ন সিরিজে ২টি টেস্ট এবং ৩টি ওয়ানডে ম্যাচ খেলবে দু’দল। ইতোমধ্যে রেকর্ড পরিমাণ দামে বিক্রি হয়ে গেছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সম্প্রচার স্বত্ব। 

১৭ কোটি ৯৭ লক্ষ টাকায় এই স্বত্ব কিনে নিয়েছে ব্যানটেক। হিসাবে প্রতি ম্যাচের সম্প্রচার মূল্য দাঁড়ায় প্রায় ৩ কোটি ৬০ লাখ টাকা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

গাজী টিভি এবং টি-স্পোর্টসকে পেছনে ফেলে এই স্বত্ব ক্রয় করেছে ব্যানটেক। এর আগে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের সম্প্রচার স্বত্ব পেয়েছিল টি-স্পোর্টস। তবে আসন্ন সিরিজের ম্যাচগুলো কোন চ্যানেলে দেখানো হবে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সাধারণত ৪ বছরের হিসেবে টেলিভিশন স্বত্ব বিক্রি করে থাকে বিসিবি। তবে এবার কিছুটা ভিন্নতা এনেছে বিসিবি।

আসন্ন সিরিজে অংশ নিতে ১০ জানুয়ারি বাংলাদেশে আসবে ক্যারিবিয়ানরা। ২০ জানুয়ারি মাঠে গড়াবে প্রথম ওয়ানডে।

Powered by