চট্টগ্রাম

লক্ষীপুরে ক্ষুদ্র ঋণ কর্মসূচির সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

  প্রতিনিধি ২২ ডিসেম্বর ২০২২ , ৪:৫৪:০৩ প্রিন্ট সংস্করণ

লক্ষীপুর প্রতিনিধি :

লক্ষীপুরে ক্ষুদ্র ঋণ কর্মসূচির জেলা সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সভা কক্ষে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ। সভায় আরও উপস্থিতি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নূর-এ-আলম ।

সভার শুরুতে উপস্থিত এমআরএ এর লাইসেন্স প্রাপ্ত এনজিওর ২২ জন প্রতিনিধি তাদের পরিচয় তুলে ধরেন। পরিচয় পর্ব শেষে ক্ষুদ্র ঋণ কর্মসূচির জেলা সমন্বয় কমিটির ফোকাল পারসন সোপিরেট এনজিও এর প্রধান নির্বাহী অধ্যাপক ড.এম.মোসলেহ্ উদ্দীন স্বাগত বক্তব্য প্রদান করেন। স্বাগত বক্তব্যে তিনি সোপিরেট এর কার্যক্রম সম্পর্কে তুলে ধরেন। তিনি জানান সোপিরেট এর প্রধান কাজ হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের মাধ্যমে সকল স্তরের মানুষের কল্যাণ সাধন করা। সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো.আনোয়ার হোছাইন আকন্দ জানান, লক্ষীপুর জেলায় যে সকল এনজিও এমআরএ এর লাইসেন্স ছাড়া ঋণ কার্যক্রম পরিচালনা করছেন তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে। প্রতি তিন মাস পরপর এই সভা অনুষ্ঠিত হবে। তিনি আরও জানান কোন এনজিও যেন এমআরএ এর নির্ধারিত সার্ভিস চার্জ এর অতিরিক্ত কোন সার্ভিস চার্জ আদায় না করেন। সভায় অন্যান্য এনজিও সমূহ তাদের স্ব স্ব অবস্থান থেকে এই সভা আয়োজনের জন্য সোপিরেট কে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে যেন তিন মাস পরপর এই সভা অনুষ্ঠিত হয় তার জন্য অনুষ্ঠানের সভাপতি মহোদয়ের দৃষ্টি আকর্ষন করেন।

 

আরও খবর

Sponsered content

Powered by