চট্টগ্রাম

লক্ষ্মীপুরে প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন কোস্ট গার্ড স্টেশনে নবনির্মিত দুটি ভবন

  প্রতিনিধি ১৩ ফেব্রুয়ারি ২০২৩ , ৫:৫৬:৪১ প্রিন্ট সংস্করণ

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরে কোস্ট গার্ড স্টেশনের নবনির্মিত দুটি ভবন (ভার্চুয়াল) উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১৩ জানুয়ারি) সকালে সদর উপজেলার মজু চৌধুরী হাট এলাকায় এ অনুষ্ঠানটি প্রজেক্টরের মাধ্যমে সম্প্রচার করা হয়।
এসময় লক্ষ্মীপুর প্রান্তে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, চট্রগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো: আমিনুর রহমান (এনডিসি), কোস্ট গার্ড দক্ষিণ জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মো: সাহেদ সাত্তার, জেলা প্রশাসক মো: আনোয়ার হোছাইন আকন্দ , পুলিশ সুপার মোঃ মাহফুজ্জামান আশরাফ, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সিভিল সার্জন ডা: আহমেদ কবির, এলজিইডি নির্বাহী প্রকৌশলী শাহ আলম প্রমুখ।
পরে কেক কেটে, বেলুন ও পায়রা উড়িয়ে কোস্ট গার্ডের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।

প্রসঙ্গত, লক্ষ্মীপুরের মজু চৌধুরী হাট এলাকায় ৫ একর ২ শতক জমির ওপর ৩৪ কোটি ২৭ লাখ টাকা ব্যয়ে কোস্ট গার্ড দক্ষিণ জোনের বিসিজি স্টেশনের প্রশাসনিক ভবন ও নাবিক নিবাস নির্মাণ করা হয়।

আরও খবর

Sponsered content

Powered by