চট্টগ্রাম

লক্ষ্মীপুরে ৩য় ধাপে ঘর পাবে ৪৩৬টি পরিবার

  প্রতিনিধি ১৯ জুলাই ২০২২ , ৫:৪১:০৮ প্রিন্ট সংস্করণ

লক্ষ্মীপুর প্রতিনিধি :
মু‌জিববর্ষ উপলক্ষ্যে আগামী ২১ জুলাই গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভি‌ডিও কনফারেন্সের মাধ‌্যমে লক্ষ্মীপুরে ৪৩৬ ভূ‌মিহীন ও গৃহহীন প‌রিবারকে জ‌মি ও গৃহ হস্তান্তর করবেন। মঙ্গলবার (১৯ জুলাই) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘তৃতীয় পর্যায়ের (২য় ধাপ) জ‌মি ও গৃহপ্রদান কার্যক্রমে’র শুভ উদ্বোধন বিষয়ে প্রেস ব্রিফিংকালে এসব তথ্য জানান জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন আকন্দ। এসময় তি‌নি আরও বলেন, ইতিমধ্যে ১ম ধাপে ও ২য় ধাপে ১৭৮৬‌টি প‌রিবারের মধ্যে গৃহ হস্তান্তর করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাজিয়া পারভীন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মেহের নীগার, লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি হোসাইন আহম্মদ হেলাল, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেলসহ জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

আরও খবর

Sponsered content

Powered by