বরিশাল

লালমোহনে ইউপি নির্বাচনে ৭৮ জনের মনোনয়নপত্র সংগ্রহ

  প্রতিনিধি ১৩ জানুয়ারি ২০২২ , ৭:০০:৩৭ প্রিন্ট সংস্করণ

মনজুরুল আলম, লালমোহন (ভোলা) প্রতিনিধি:

 

৭ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১০ ফেব্রুয়ারি। নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ইতোমধ্যে নির্বাচনে প্রার্থিতা জানান দিয়ে চেয়ারম্যান পদে ৭ জন, সাধারণ সদস্য পদে ৫১ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ২০ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আগামী ১৬ জানুয়ারি মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ।

চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ৫ জন বিদ্রোহী প্রার্থীসহ ৭ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ফরিদ উদ্দিন তালুকদার, ইসলামী শাসনতন্ত্র মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা শিহাব উদ্দিন ও বিদ্রোহী প্রার্থী হিসেবে রয়েছেন- বদরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম মোসলমান, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সৌরব হাওলাদার, বদরপুর ইউনিয়ন (উত্তর) যুবলীগের সাধারণ সম্পাদক আসাদ মেলকার ও হাজী মো. ফরহাদ। বৃহস্পতিবার পর্যন্ত ৩ জন চেয়ারম্যান, সাধারণ সদস্য পদে ২৪ জন ‍এবং সংরক্ষিত নারী সদস্য পদে ৭ জন মনোনয়নপত্র জমাদান করেছেন।

 

এদিকে, বদরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে ওই এলাকার সাধারণ ভোটারদের মধ্যে উৎসব বিরাজ করছে। সৎ, যোগ্য ও সাধারণ মানুষের সুখে দুঃখে যে পাশে থাকবে, এমন প্রার্থীকেই জয়ী করতে চান তারা।

 

উল্লেখ্য, মঙ্গলবার (৪ জানুয়ারি) বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় কর্তৃক ৭ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠানের জন্য ঘোষিত তফসিল অনুযায়ী বদরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আগামী ১৬ জানুয়ারি (রোববার) মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ, ১৭ জানুয়ারি (সোমবার) মনোনয়নপত্র বাছাই, ২৪ জানুয়ারি (সোমবার) প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ও ১০ ফেব্রুয়ারি (বুধবার) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আরও খবর

Sponsered content

Powered by