ঢাকা

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে তিনটি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

  প্রতিনিধি ৫ নভেম্বর ২০২০ , ৫:৩৮:২৭ প্রিন্ট সংস্করণ

মঞ্জুর হোসেন মিলন, গাজীপুর : গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের তিনটি নতুন ভবনের উন্নয়নমূলক কাজের ভিত্তিরপ্রস্তর স্থাপন করা হয়েছে। বুধবার বিকেলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এসব উন্নয়নমূলক কাজের ভিত্তির স্থাপন উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আসাদ হোসেন ও পরিচালক ডা. মো. খলিলুর রহমান, সিভিল সার্জন ডা. মো. খায়রুজ্জামান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মো. শরিফুর রহমান, শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রণয় ভূষণ দাস, ডা. সুশান্ত কুমার সরকার, ডা. মো মনিরুজ্জামান, ডা. আব্দুল কাদের, গাজীপুর মহানগর আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা কাজী আলিম উদ্দিন বুদ্দিন ও অ্যাডভোকেট ওয়াজ উদ্দিন মিয়া প্রমূখ উপস্থিত ছিলেন।

পরে প্রতিমন্ত্রী ওই মেডিকেল কলেজ হাসপাতালের রোগীদের চিকিৎসা কার্যক্রম সহায়তায় প্রায় সাড়ে ১৭ লাখ টাকা ব্যায়ে একটি সেন্ট্রাল লিকুইট অক্সিজেন প্লান্ট উদ্বোধন করেন। এরপর প্রতিমন্ত্রি সার্কিট হাউজে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় যোগ দেন।

আরও খবর

Sponsered content

Powered by