রাজশাহী

শাহজাদপুরে সাংবাদিক শিমুল হত্যার চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত

  প্রতিনিধি ৩ ফেব্রুয়ারি ২০২১ , ৮:১৪:৫৬ প্রিন্ট সংস্করণ

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :

সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যার ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় বুধবার দিনব্যাপী নানা কর্মসূচি আয়োজন করা হয়।

শাহজাদপুর উপজেলার সকল সংবাদিক ও সাংবাদিক আব্দুল হাকিম শিমুল স্মৃতি পরিষদের পক্ষ থেকে আয়োজিত এ কর্মসূচির মধ্যে ছিল, কবর জিয়ারত, কালো ব্যাচ ধারণ, কালো পতাকা উত্তোলন, এক মিনিট নিরবতা পালন, সাংবাদিক আব্দুল হাকিম শিমুলের প্রতিকৃতিতে পূষ্পস্তবক অর্পণ, মৌন মিছিল, মানববন্ধন ও সমাবেশ।

শাহজাদপুর প্রেস ক্লাব চত্বর থেকে মৌন মিছিলটি শুরু হয়েছে শহর প্রদক্ষিণ শেষে শাহজাদপুর উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

এরপর এখানে আধাঘন্টা ব্যাপী মানববন্ধন চলাকালে সমাবেশ অনুষ্ঠিত হয়। শাহজাদপুর প্রেস ক্লাবের সভাপতি বিমল কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, নিহত সাংবাদিক শিমুলের স্ত্রী নুরুন্নাহার বেগম, ছেলে আল নোমান নাজ্জাশী সাদিক, মেয়ে তামান্না এ ফাতেমা, মামা আব্দুল মজিদ মন্ডল, ভাই আব্দুল কালাম আজাদ, সাংবাদিক শফিকুজ্জামান শফি, আতাউর রহমান পিন্টু, আবুল কাশেম, হাসানুজ্জামান তুহিন, আলামিন হোসেন, ওমর ফারুক, কোরবান আলী লাবলু প্রমুখ।

Powered by