ঢাকা

শিবচরে পদ্মায় স্পিডবোট উল্টে নিহত ২৬

  প্রতিনিধি ৩ মে ২০২১ , ৫:৫৮:৪৬ প্রিন্ট সংস্করণ

মাদারীপুরের শিবচর উপজেলার বাংলাবাজার ঘাটে স্পিডবোট দুর্ঘটনায় নিখোঁজ যাত্রীদের উদ্ধার কাজে ডুবুরিরা। ছবি: সংগৃহীত

ভোরের দর্পণ ডেস্ক:

মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে পদ্মা পারি দিয়ে মাদারীপুরের শিবচর উপজেলার বাংলাবাজার

ঘাটে পৌঁছানোর পর স্পিডবোট উল্টে অন্তত ২৬ জন নিহত হয়েছেন।

আজ সোমবার সকাল ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। শিবচর থানার পরিদর্শক আমির হোসেন  এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘স্পিডবোটে ৩৫ জনের মতো যাত্রী ছিলেন। বাংলাবাজার ঘাটে নোঙ্গর করা বাল্কহেডে এসে ধাক্কা দিলে স্পিডবোটটি উল্টে যায়।

এ পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া, পাঁচ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে তিন জন শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে

চিকিৎসাধীন। চর জানাজত নৌ-পুলিশের ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, ‘মুন্সিগঞ্জের শিমুলিয়াঘাট থেকে যাত্রী বহন করে

একটি স্পিডবোট বাংলাবাজার ঘাটের কাছে আসছিল। নদীর তীরে আড়াআড়িভাবে নোঙর করে রাখা একটি বালুবাহী বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী

স্পিডবোটটি উল্টে যায়। চালকের অদক্ষতার কারণে এই দুর্ঘটনা ঘটেছে।’

মাদারীপুরের জেলা প্রশাসক রহিমা খাতুন বলেন, ‘লকডাউন চলাকালে নির্দেশনা অমান্য করে একটি স্পিডবোট মুন্সিগঞ্জের শিমুলিয়াঘাট থেকে

যাত্রী নিয়ে মাদারীপুরের বাংলাবাজার ঘাটে আসে। সকালে আলো কম থাকায় চালকের অদক্ষতায় এই দুর্ঘটনা ঘটেছে।’

আরও খবর

Sponsered content

Powered by