ময়মনসিংহ

শেরপুরের শ্রীবরদীতে সংবাদ সম্মেলন

  প্রতিনিধি ২৬ জুলাই ২০২০ , ৭:৫৬:১১ প্রিন্ট সংস্করণ

শেরপুরের শ্রীবরদীতে সংবাদ সম্মেলন

শেরপুর প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদীতে পূর্ব শত্রæতার জের ধরে বাড়ি থেকে প্রতিপক্ষরা গরুসহ জিনিসপত্র নিয়ে যাওয়ার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন একটি পক্ষ। রোববার দুপুরে উপজেলার কর্ণঝোড়া গ্রামে ক্ষতিগ্রস্ত এ পক্ষের কৃষক সমর আলীর বাড়িতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ ঘটনার সুষ্ঠ বিচার চেয়ে লিখিত বক্তব্য পাঠ করেন ওই কৃষক সমর আলীর ভাতিজা মাহবুবুর রহমান বিপ্লব। বক্তব্যে তিনি বলেন, দীর্ঘদিন যাবত স্থানীয় ইব্রাহিম ও ববিসহ ৫ জনের সাথে গরুর ব্যবসা নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল। গত শনিবার ভোরে ইব্রাহিম ও ববিসহ ৫ জনের নেতৃত্বে বেশ কিছু লোক এসে তাদের গোয়াল ঘর থেকে ৪টি গরুসহ জিনিসপত্র জোড় করে নিয়ে যায়। পরে ওইসব গরু ভারত থেকে চোরাই পথে নিয়ে আসার কথা বলে পুলিশের হাতে হস্তান্তর করে। এতে তারা ক্ষতিগ্রস্ত হন। এ সময় গ্রামের লোকজনসহ জেলা ও উপজেলার কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content

Powered by