দেশজুড়ে

শ্রীনগরের রাস্তা আরসিসি দ্বারা উন্নয়নে অনিয়ম

  প্রতিনিধি ৫ আগস্ট ২০২১ , ৪:০৪:৫১ প্রিন্ট সংস্করণ

শ্রীনগরের রাস্তা আরসিসি দ্বারা উন্নয়নে অনিয়ম

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জ শ্রীনগর সদর ইউনিয়নে ১নং ওয়ার্ডের  দিঘীর পূর্ব পারের রাস্তার  আরসিসি দ্বারা উন্নয়নে অনিয়ম অভিযোগ পাওয়া গেছে। মুন্সীগঞ্জ জেলা পরিষদ থেকে ১৬-১৭ অর্থ বছরে শ্রীনগর আরধীপাড়া ২৮নং  সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে হাফেজের বাড়ী ব্রীজ পর্যন্ত রাস্তা আরসিসি দ্বারা উন্নয়নের জন্য ১৪, ২৫, ০০০/- টাকা বরাদ্দ দেওয়া হয়।

কিন্তু সরেজমিন গিয়ে ও স্হানীয় লোকজনের সাথে কথা বলে যানা যায়, সেই জায়গায় নামে মাত্র কিছু টা কাজ হলেও বেশির ভাগ কাজ হয়নি।বহুল প্রত্যাশিত এ রাস্তাটি আরধী পাড়া দিঘীর পূর্ব পারের জনগনের আশা পূরন না হওয়ায় অনেকে ক্ষোভ প্রকাশ করেন।  ১৪,২৫,০০০/- প্রাক্কালিত ব্যয় আরসিসি রাস্তা নির্মাণকাজ বাস্তবায়ন ও অর্থায়নে বরাদ্দের নামফলকে, ঠিকাদার প্রতিষ্ঠান রাজেন্দ্র এন্টারপ্রাইজ।

এ প্রসঙ্গে মুন্সীগঞ্জ জেলা পরিষদের সদস্য ও বাড়ৈখালী ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি  মোঃ ইকবাল মাস্টার বলেন, রাস্তা নির্মাণের জন্য জেলা পরিষদ ১৪,২৫,০০০/- টাকা বরাদ্দ দেওয়া হয়।অনিয়ম হলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি।

আরও খবর

Sponsered content

Powered by