ঢাকা

শ্রীপুরে কৃষক পরিবারের জমি দখলের অভিযোগ

  প্রতিনিধি ১১ আগস্ট ২০২০ , ৭:৪১:৪৩ প্রিন্ট সংস্করণ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুুরে শ্রীপুরে এক কৃষক পরিবারের জমি দখলের অভিযোগ ওঠেছে প্রতিপক্ষদের বিরুদ্ধে। গত রোববার দুপুরে উপজেলার গাজীপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কৃষক পরিবারের পক্ষে সাইফুল ইসলাম(লিটন) বাদী হয়ে ৬জনকে অভিযুক্ত করে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযুক্তরা হলো একই এলাকার কামরুজ্জামান (৪২), মনোয়ার হোসেন (৫৫), দেলোরয়ার হোসেন (৫৮), সেলিম মিয়া (৩৫), সুমন মিয়া (২৮) ও কাউসার আহমেদ (১৮)। জমি দখলের ঘটনায় জাতীয় জরুরী সেবা ৯৯৯ ফোন দিয়ে পুলিশ ঘটনাস্থল এসে কৃষকের জমি দখলমুক্ত করতে পারেনি। প্রতিপক্ষের লোকজন ধান চাষের জমিতে গাছের চারা রোপণ করে রেখেছেন। থানার অভিযোগ ও স্থানীয়রা জানান, গত রোববার সকালে উপজেলার গাজীপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামের কৃষক সাইফুল ইসলাম লিটন পৈত্রিক সূত্রে মালিক হয়ে র্দীঘদিন ধরে ভোগ দখলে রয়েছেন। প্রতিপক্ষ কামরুজ্জামান ও তাঁর পরিবারের সদস্যরা জোরপূর্বক ৪০ শতাংশ জমি দখল করে গাছের চারা রোপণ করেছেন। ধান চাষের জমিতে কাঁদা পানিযুক্ত মেহেগুনী গাছের চারা রোপণ করেন। এ সময় বাঁধা দিলে তাদের মারধর ও প্রাণনাশের হুমকি দেয়। দখলের বাঁধা দিতে ব্যর্থ হয়ে ৯৯৯ ফোন দিলে শ্রীপুর থানার এসআই এনায়েতুর রহমান এসে জমি দখলে বাঁধা দিয়ে উভয় পক্ষের কাগজপত্র নিয়ে স্থানীয়ভাবে বসার আহবান জানিয়ে চলে যান। তবে জমি দখলের অভিযোগ অস্বীকার করে কামরুজ্জামান বলেন, আমার জমি ভূলবশত আরএস রের্কড তাদের নামে হয়ে যায় পরে আরএস রের্কড ও বন্টননামা সংশোধন করার জন্য গাজীপুর আদালতে মামলা দায়ের করি। বর্তমানে মামলাটির বিচারর্কায আদালতে চলমান রয়েছে। শ্রীপুর থানার অফির্সাস ইনর্চাজ (ওসি) খোন্দকার ইমাম হোসেন বলেন, জমি দখলের বিষয়ে একটি অভিযোগ পেয়ে একজন অফিসারকে দায়িত্ব দেয়া হয়েছে, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আরও খবর

Sponsered content

Powered by