ঢাকা

শ্রীপুরে দুই হাজার গাছের চারা বিতরণ

  প্রতিনিধি ৩ জুলাই ২০২০ , ৯:০৪:৩০ প্রিন্ট সংস্করণ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: ইতিহাসের মহা নায়ক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের একশতম জন্মবার্ষিকী মুজিব বর্ষ উপলক্ষে গাজীপুরের শ্রীপুরে সরকার ঘোষিত বৃক্ষরোপন কর্মসূচীর অংশ হিসেবে দুই হাজার গাছের চারা বিতরণ করেছেন গাজীপুর-৩১৬ আসনের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অধ্যাপিকা রুমানা আলী টুসি এমপি। শুক্রবার বেলা ১১টায় উপজেলার মাওনা ইউনিয়নের বেলতলী গ্রামের ইন্দ্রবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মাঠে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অধ্যাপিকা রুমানা আলী টুসি এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার কৃষকলীগের নেতাকর্মীদের মাঝে বিভিন্ন জাতের ফলদ, বনজ ও ঔষধী গাছের দুই হাজার চারা বিতরণ করেন। এসময় স্থানীয় কয়েকটি বিদ্যালয় মাঠে চারা রোপন করেন বৃক্ষরোপন কর্মসূচীর উদ্ভোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা কৃষকলীগের সভাপতি আতিকুর রহমান লিটন, শ্রীপুর উপজেলা কৃষকলীগের সভাপতি আলহাজ¦ কবির হোসেন, সাধারণ সম্পাদক আইনুল হাসান, উপজেলা যুবলীগের সভাপতি কমর উদ্দিন, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, জেলা পরিষদ সদস্য নুরুল ইসলাম শিমুল, আনোয়ার হোসেন সরকার, যুবলীগ নেতা ফিরোজ মিয়া, শ্রীপুর উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক জালাল আহমেদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকিরুল হাসান জিকুসহ প্রমুখ।

Powered by