খেলাধুলা

শ্রীলঙ্কা সফর দিয়ে ফিরছেন সাকিব!

  প্রতিনিধি ৭ আগস্ট ২০২০ , ৭:৩২:০৫ প্রিন্ট সংস্করণ

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন ধরে মাঠের বাইরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তবে আশার কথা, শিগগিরই ক্রিকেটে ফিরতে যাচ্ছে টাইগাররা।

তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অক্টোবরের মাঝামাঝি সময়ে বাংলাদেশের শ্রীলঙ্কা সফরে যাওয়া প্রায় চূড়ান্ত। অপেক্ষা এখন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) সূচি ঘোষণার। সম্ভাব্য তারিখ হিসেবে ১৪ অক্টোবর লঙ্কা সফরে যেতে পারে টাইগাররা। তবে কোয়ারেন্টাইন ও প্রস্তুতি মিলিয়ে দু’দলের এই সিরিজ শুরু হতে সময় লাগতে পারে নভেম্বর পযর্ন্ত।

এক্ষেত্রে অবশ্য লাভই হতে পারে বাংলাদেশের। কারণ সাকিব আল হাসানকে দলে পাওয়ার সম্ভাবনা তাতে বেড়ে যাবে। কারণ ২৮ অক্টোবর শেষ হচ্ছে দেশ সেরা অলরাউন্ডারের এক বছরের নিষেধাজ্ঞা। জুয়াড়িদের দেওয়া প্রস্তাব গোপন করায় ক্রিকেট থেকে এক বছর নিষিদ্ধ হন সাকিব। সেই নিষেধাজ্ঞা প্রায় শেষ হওয়ার পথে।

৩৩ বছর বয়সী বাঁ-হাতি অলরাউন্ডারকে শ্রীলঙ্কা সফরে পাওয়ার ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন হাবিবুল বাশার সুমনও। জাতীয় দলের নির্বাচক বলেন, ‘সাকিবের দলে থাকাটা সবসময় বড় একটা সুবিধা আমাদের জন্য। আমরা তাকে মিস করেছি। তবে খুব বেশি মিস করতে হলো না, মন্দের ভালো আর কি। সাকিবের দলে থাকাটা অনেক বড় সুবিধা, আমরা একজন খেলোয়াড় বেশি নিয়ে খেলতে পারি, একজন ব্যাটসম্যান বেশি খেলাতে পারি আবার একজন বোলার বেশি খেলাতে পারি। ’

গত তিন-চারটা টেস্টে মুমিনুল হকের দল কোনো লড়াই করতে পারেনি প্রতিপক্ষের বিপক্ষে। এর কারণ হিসেবে তিন সিনিয়র ক্রিকেটার সাকিব, তামিম ও মুশফিককে দলে না পাওয়ায় বড় কারণ হিসেবে দেখছেন বাশার, ‘গত তিন-চারটা টেস্ট ম্যাচে আমাদের রেজাল্ট ভালো না হওয়ার পেছনে বড় কারণ ছিল আমাদের সেরা তিন খেলোয়াড়কে একসঙ্গে পাইনি। সাকিবকে আমরা তিন ম্যাচে পাইনি, তামিমকে দুইটা টেস্টে পাইনি, মুশফিককে পাকিস্তানে পাইনি। আমাদের কম্বিনেশনটা শেষ চারটা ম্যাচে এক হচ্ছিল না। সাকিব ফিরে আসাতে আশা করি আমরা পূর্ণ শক্তি নিয়ে খেলতে পারবো। এটা আমাদের জন্য বিশাল বড় একটা সুবিধা। ’

আরও খবর

Sponsered content

Powered by