ময়মনসিংহ

সাংবাদিক নাদিম হত্যা:বকশীগঞ্জে সাংবাদিক সমাবেশ

  প্রতিনিধি ২০ জুলাই ২০২৩ , ৭:১০:৪৫ প্রিন্ট সংস্করণ

মতিন রহমান,বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধিঃ

জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার প্রতিবাদে সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বকশীগঞ্জ পৌর শহরের পাটহাটি মোড় এলাকায় সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যাকান্ডের ঘটনাস্থলে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়ন, ঢাকাস্থ জামালপুর সাংবাদিক ফোরাম ও বকশীগঞ্জ প্রেসক্লাবের যৌথ আয়োজনে এ সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমান খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তাফার সঞ্চালনায় সাংবাদিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক। সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক আক্তার হোসেন,ঢাকাস্থ জামালপুর সাংবাদিক ফোরামের সভাপতি উবায়দুল্লাহ বাদল প্রমূখ।

এছাড়াও সমাবেশে সাবেক তথ্য মন্ত্রী আলহাজ্ব আবুল কালাম আজাদ এমপি,উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, পৌর মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম সওদাগর,ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়,জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা,জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিল,শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন,সাংবাদিক নেতা হুসাইন জাহিদ,আবু সাইদ,আবু সাইদ মোহাম্মদ মোসা, বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম শাহীন আল আমীন ও সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের মেয়ে রাব্বিলাতুল জান্নাত প্রমূখ বক্তব্য রাখেন। সমাবেশে সাংবাদিক নেতারা গোলাম রব্বানী নাদিম হত্যা মামলার সকল আসামীকে দ্রুত গ্রেপ্তার এবং এই ঘটনার আড়ালে কেউ থাকলে আইনের আওতায় আনার দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা। এর আগে সাংবাদিক নেতারা নিহত সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের কবর জিয়ারত এবং তার পরিবারকে সমবেদনার পাশাপাশি সব সম পাশে থাকার প্রতিশ্রুতি দেন তারা। এ সময় ময়মনসিংহ বিভাগের জামালপুর, শেরপুর ও নেত্রকোনা জেলার সকল উপজেলার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content

Powered by