ক্রিকেট

সাকিব ইস্যুতে নড়েচড়ে বসেছে বিসিবি, তদন্ত কমিটি গঠন

  প্রতিনিধি ১২ জুন ২০২১ , ৯:০১:০২ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আবাহনী-মোহামেডান ম্যাচের ঘটনার পর নড়েচড়ে বসতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিষয়গুলো কেন হচ্ছে, কী কারণে হচ্ছে তা খুঁজে বের করতে একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তার নির্দেশনায় বোর্ডের বেশ কয়েকজন কর্মকর্তা ও প্রধান ম্যাচ রেফারিকে নিয়ে তদন্ত কমিটি গঠন করে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)।

আজ শনিবার সন্ধ্যায় গুলশানে বিসিবি সভাপতি নাজমুল হাসানের বাসভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সিসিডিএম প্রধান কাজী ইনাম আহমেদ এ কথা জানান।

তিনি বলেন, ‘আমাদেরকে বোর্ড সভাপতি ডেকেছিলেন। আমি এবং জালাল ইউনুস ভাই কথা বলেছি। উনি এটা নিয়ে ভাবছেন এবং পুরো বিষয় জানতে চেয়েছেন। ওনি এই ঘটনার মূল কারণ জানতে চান। ৩ দিন পর আমাদের বোর্ড মিটিং আছে। তার আগেই উনি তদন্ত করতে বলেছেন। একটা কমিটি করে দিয়েছেন, সেই কমিটিতে আমি আছি, জালাল ভাই আছেন, দুর্জয় আছেন, শেখ সোহেল আছেন এবং প্রধান ম্যাচ রেফারি রকিবুল হাসান আছেন।’

সিসিডিএম প্রধান বলেন, ‘আমরা সব ক্লাবের ম্যানেজার এবং অধিনায়কদের নিয়ে বসব, আগামী দুই দিনের মধ্যে। যদি ডিপিএলের খেলার কোনো ইস্যু, পরিস্থিতি, সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ থাকে আমরা সেটা শুনব। উনি (পাপন) একটা পরিপূর্ণ রিপোর্ট চান। আমরা ভালোভাবে লিগ চালাতে চাই। অনেকে অনুরোধ করেছে লিগটা হতে হবে, আমরা অনেক খরচ করে সুন্দর করে লিগটা করছি। আমাদের খেলাগুলো পিচ ভিশনে সরাসরি সম্প্রচার করা হচ্ছে অনেক উন্নতি করা হয়েছে। এতকিছু যখন করা হচ্ছে, এরপর এমন হলে লিগে মানে কী? উনি প্রশ্ন করেছেন, এরকম হলে লিগ চালানোর দরকার কী? আগে আপনারা দেখেন জিনিসটা, আমরা ১৫ তারিখের বোর্ড সভায় রিপোর্ট উনাকে দিতে পারব, আমাদের কী সিদ্ধান্ত নিতে হবে বা কী করতে হবে।’

আরও খবর

Sponsered content

Powered by