ক্রিকেট

সাকিব-লিটনের ব্যাটে শেষ সেশনে বাংলাদেশের স্বস্তি

  প্রতিনিধি ৩ ফেব্রুয়ারি ২০২১ , ৭:৫৩:৪১ প্রিন্ট সংস্করণ

শেষ সেশনে দলকে ভালো অবস্থানে রেখে দিনের খেলা শেষ করে সাকিব-লিটন। ছবি- বিসিবি

ভোরের দর্পণ ডেস্ক:

প্রায় এক বছর পর টেস্ট খেলেতে নেমে মোটামুটি ভালো অবস্থানে থেকেই প্রথম দিনের খেলা শেষ করল স্বাগতিক বাংলাদেশ। চট্টগ্রামে ৯০ ওভার শেষে পাঁচ উইকেট হারিয়ে ২৪২ রানে দিনের খেলা শেষ করেছে অধিনায়ক মুমিনুল হকের দল। উইকেটে অপরাজিত রয়েছেন সাকিব আল হাসান ও লিটন কুমার দাস।

টেস্টে এক বছরের বড় শূন্যতার দরুন আজ বুধবার কিছুটা জড়তা ছিল বাংলাদেশের। প্রথম ইনিংসের প্রথম দিনের ব্যাটিংটা ঠিক মনের মতো হয়নি। তবে প্রথম দুই সেশনে টুকটাক ভুলে উইকেট বিলিয়ে আসলেও শেষ সেশনে দাপট ছিল টাইগারদেরই।

সাগরিকায় প্রথম দিনের তৃতীয় সেশনে ১ উইকেট হারিয়ে ১০২ রান যোগ করেছে বাংলাদেশ। ষষ্ঠ উইকেটে সাকিব আর লিটন এখন পর্যন্ত অবিচ্ছিন্ন ৪৯ রানে। বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ২৪২ রান।

আজ বাংলাদেশের ব্যাটসম্যানদের অস্বস্তিতে ফেলেছেন স্পিনার জোমেল ওয়ারিকান। টাইগারদের ৫ উইকেটের তিনটিই নিয়েছেন ওয়ারিকান। একটি রান আউট আর অপরটি পেয়েছেন কেমার রোস।

আগামীকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় টেস্টের দ্বিতীয় দিনে আবার মাঠে নামবে দুই অপরাজিত ব্যাটসম্যান সাকিব আল হাসন ও লিটন কুমার দাস।

সংক্ষিপ্ত স্কোর : বাংলাদেশ ২৪২/৫ (৯০ ওভার, তামিম ৯, সাদমান ৫৯, শান্ত ২৫, মুমিনুল ২৬, মুশফিকুর ৩৮, সাকিব ৩৯*, লিটন ৩৪*) স্বাগতিকদের বোলিং ফিগার- ( রোচ ১/৪৪, গ্যাব্রিয়েল ০/৫১, কর্নওয়াল ০/৫৬, মায়ার্স ০/১৬, ওয়ারিকান ৩/৫৮, ব্রাথওয়েট ০/১৩)

Powered by