চট্টগ্রাম

রায়পুরে পর্যটকের উপর সন্ত্রাসী হামলা

  প্রতিনিধি ১২ সেপ্টেম্বর ২০২১ , ৫:৫৫:২৭ প্রিন্ট সংস্করণ

ইমতিয়াজ মিশরী, লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ০২ নং উত্তর চরবংশী ইউনিয়নে মেঘনা নদীর তীরবর্তী আলতাফ মাস্টারের মাছ ঘাট। এই ঘাটে বিকেল বেলায় নদীর মনোরম দৃশ্য উপভোগ করতে রায়পুর উপজেলা-সহ আশপাশের  বিভিন্ন উপজেলার মানুষ ঘুরতে আসে, তারই ধারাবাহিকতায় গতকাল ০৯ ই সেপ্টেম্বর রোজ শুক্রবারে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর ছাত্র জীবনের জন্মদিনের অনুষ্ঠান পালন করতে সে এবং তার বন্ধুরা আলতাফ মাষ্টার ঘাটে যায়, পরে তার বন্ধুরা সেখানে অবস্থিত পান দোকান থেকে  পান কিনতে গেলে পানের দাম বেশী রাখার কারনে দোকানদারের সাথে বাক বিতণ্ডতার এক পর্যায়ে দোকানদার পর্যটক  ফয়েজের গায়ে হাত তোলে এসময়ে ফয়েজের বন্ধুরা সামনে এগিয়ে আসলে কিছু বুঝে উঠার আগেই তাদের উপর দেশীয় অস্ত্র দিয়ে সন্ত্রাসী হামলা শুরু হয়ে যায়, এতে বেশ কয়েকজন পর্যটক আহত হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় পাঁচ থেকে দশ জনের একটি সশস্ত্র গ্রুপ এই হামলার সাথে জড়িত, এতে জনমনে তীব্র ক্ষোভ লক্ষ্য করা গেছে। অত্র উপজেলার সুশীল সমাজের অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবী তুলেছেন সরকার অন- অনুমোদিত এই পর্যটন কেন্দ্র দ্রুত বন্ধ করতে হবে।

আরও খবর

Sponsered content

Powered by