রাজশাহী

সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগ এর আয়োজনে জেলহত্যা দিবস পালিত

  প্রতিনিধি ৩ নভেম্বর ২০২২ , ৭:২৭:৫৮ প্রিন্ট সংস্করণ

এস,এম আল আমিন,সিরাজগঞ্জ প্রতিনিধি :

বাংলাদেশ আওয়ামীলীগ সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে জেল হত্যা দিবস উপলক্ষে দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিকেলে শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুস সামাদ তালুকদার আহবানে জেল হত্যা দিবসের দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু ইউসুফ সূর্য, বীর মুক্তিযোদ্ধা বিমল কুমার দাস, বীর মুক্তিযোদ্ধা ফিরোজ ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা ইসহাক আলী, সংরক্ষিত আসনের সাবেক এমপি সেলিনা বেগম সপ্না, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, পৌর আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিন, সদর থানা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সজলসহ আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
স্বরণ সভায় বক্তাগণ বলেন, লাল সবুজ পতাকায় আজও তাদের স্বপ্ন উড়ে শ্রদ্ধাভরে স্মরণে করে এক রক্তেভেজা মানচিত্র। বাংলাদেশের ইতিহাসের ৩ নভেম্বর কলঙ্কময় ও বেদনাবিধুর একটি দিন। রাষ্ট্রের হেফাজতে জেলখানায় জাতীয় চার নেতা হত্যার দিনটি জেল হত্যা দিবস হিসেবে পালিত হয়ে আসছে। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর ৩ নভেম্বর তার ঘনিষ্ঠ ৪ সহকর্মী সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী ও এইচ এম কামরুজ্জামান কে কেন্দ্রীয় কারাগারে হত্যা করে। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে জাতীয় চার নেতা কখনো বেইমানি করেনি। তারা বঙ্গবন্ধুর রাজনীতির আদর্শের সাথে সব সময় থেকেছেন। দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা আওয়ামীলীগের সাবেক উপ দপ্তর সম্পাদক আহসান হাবীব এহসান।

 

 

 

 

 

 

Powered by