ঢাকা

সিরাজদিখানে কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

  প্রতিনিধি ৫ অক্টোবর ২০২০ , ৬:৫৫:০৩ প্রিন্ট সংস্করণ

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : মুন্সীগঞ্জের সিরাজদিখানে সোমবার যুব উন্নয়ন অধিদপ্তরাধীন আইসিটি ট্রেনিং ভ্যানের মাধ্যমে উপজেলা পর্যায়ে এক মাস মেয়াদী কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। ‘টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকাব)’ শীর্ষক কারিগরি সহায়তা প্রকল্পের আওতায় এ কর্মসূচি চালু করা হয়েছে। সোমবার দুপুরে সিরাজদিখান উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন প্রধান অতিথি সিরাজদিখান উপজেলা চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহম্মেদ। অনুষ্ঠানে সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মুন্সীগঞ্জ জেলা যুবউন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মতিয়ার রহমান, সিরাজদিখান উপজেলা ভাইস চেয়ারম্যান মঈনূল হাসান নাহিদ, সিরাজদিখান উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ডলি রানী নাগ, সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব সভাপতি সুব্রত দাস রনক প্রমুখ। এক মাস মেয়াদী এই প্রশিক্ষণ কোর্সে উপজেলা ৬০ জন যুবক ও যুব মহিলাদের বিনামূল্যে প্রশিক্ষণ প্রদান করা হবে।

আরও খবর

Sponsered content

Powered by