চট্টগ্রাম

সোডা অ্যাশের পরিবর্তে আসলো শাড়ি লেহেঙ্গা

  প্রতিনিধি ১১ এপ্রিল ২০২৩ , ৯:৩৬:৪৮ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম ব্যুরো :

চট্টগ্রাম বন্দর দিয়ে মিথ্যা ঘোষণায় আমদানি করা শাড়ী-লেহেঙ্গা জব্দ করে প্রায় দেড় কোটি টাকার রাজস্ব ফাঁকি ঠেকিয়ে দিয়েছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। সোমবার (১০ এপ্রিল) এই তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম কাস্টম হাউসের এআইআর (অডিট, ইনভেস্টিগেশন ও রিসার্চ) শাখার ডেপুটি কমিশনার মোঃ সাইফুল হক।

কাস্টম হাউস সূত্রে জানা গেছে, ফেনী সদরের সওদাগর পট্টি এলাকার আমদানিকারক প্রতিষ্ঠান আজিজ এন্টারপ্রাইজ ভারত থেকে বন্ড সুবিধার আওতায় এক কনটেইনার সোডা অ্যাশ আমদানি করে। উক্ত তথ্যের ভিত্তিতে কন্টেনারটি শতভাগ কায়িক পরীক্ষা করা হয়। এসময় সোডা অ্যাশের পরিবর্তে ১২,৫৫০ পিস বেনারসি ভারতীয় শাড়ি, ১হাজার ১শ ৩৯ পিস জর্জেট শাড়ি, ৪০৩ পিস লেহেঙ্গা পাওয়া যায়। ভারতীয় শাড়ী ও লেহেঙ্গার আনুমানিক রাজস্বের পরিমাণ ১ কোটি ৪১ লক্ষ টাকা প্রায়।

স্বল্প মূল্যের সোডা অ্যাশের পরিবর্তে মিথ্যা ঘোষণায় উচ্চ মূল্যের ভারতীয় শাড়ী ও লেহেঙ্গা আমদানিতে মানিলন্ডারিং করায় আমদানিকরক প্রতিষ্ঠানটির বিরুদ্ধেকাস্টমস এক্ট, ১৯৬৯ ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন কাস্টম কর্মকর্তারা।

আরও খবর

Sponsered content

Powered by